ব্ল্যাক সোয়ান (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
২২ নং লাইন:
}}
 
'''''ব্ল্যাক সোয়ান  '''''২০১০ সালের আমেরিকার একটি মনস্তাত্বিকমনস্তাত্ত্বিক হরর ধরনার চলচ্চিত্র।<ref>[http://video.tvguide.com/Direct+Effect/Darren+Aronofsky+of+BLACK+SWAN/8030735 "Direct Effect Season 1, Episode 7 Darren Aronofsky of BLACK SWAN".] Fox Movie Channel Originals. TV Guide. October 8, 2011.</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://articles.latimes.com/2010/dec/09/news/la-en-aronofsky-20101209|শিরোনাম='Black Swan' director Darren Aronofsky likes a challenge|শেষাংশ=Whipp|প্রথমাংশ=Glenn|তারিখ=December 9, 2010|ওয়েবসাইট=Los Angeles Times|সংগ্রহের-তারিখ=February 11, 2017}}</ref> [[ড্যারেন আরোনোফস্কি|ড্যারেন এরনোফস্কি]] কর্তৃক পরিচালিত এই চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন মার্ক হেইমান, জন ম্যাক্লগিন ও এন্দ্রেস হাইনজ। কাহিনি চিত্রনাট্য হাইঞ্জের লিখা একটি গল্পের উপর ভিত্তি করে রচিত। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন [[ন্যাটালি পোর্টম্যান|নাটালি পোর্ট্ম্যান]],ভিনসেন্ট ক্যাসেল, [[মিলা কুনিস]], বারবারা হার্শে ও [[উইনোনা রাইডার]]।  গ্ল্পের প্ল্ট আবর্তিত হয়েছে [[পিওতর ইলিচ চাইকভ্‌স্কি|পিওতর ইলিচ চাইকভস্কির]] "সোয়ান লেক" এর [[ব্যালে]] প্রদর্শনকে ঘিরে। [[নিউ ইয়র্ক]] শহরের এক নামকরা প্রডাকশন হাউজ এই প্রদর্শনীর দুইটি গুরুত্বপূর্ণ চরিত্র ''হোয়াইট সোয়ান'' ও ''ব্ল্যাক সোয়ান'' চরিত্রের জন্য নিনা (নাটালি পোর্ট্ম্যান)কে নির্বাচিত করে। নিনা নরম ও শান্ত চরিত্রের ''হোয়াইট সোয়ানের'' জন্য উপযুক্ত হলেও, ''ব্ল্যাক সোয়ানের'' গভীরতা ছিল লিলি(মিলা কুনিস) এর মাঝে। নিনাকে একই সাথে দুই চরিত্রায়নে নিযুক্ত করা হলে প্রতিযোগী মনোভাব থেকে নিজের উপর সে প্রচন্ড মানসিক চাপ নিতে শুরু করে। ফলাফলে নিনা দিনে দিন এক দুঃস্বপ্নের মতো জীবনের দিকে ধাবিত হয়। 
 
সাধারণত মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র বলা হলেও ব্ল্যাক সোয়ান কখনো কখনো শিল্পীদের নিখুঁত হওয়ার প্রবণতাকে উপমা দিয়ে প্রকাশ করেছে বলেও মানা হয়। একজন শিল্পী নিখুঁত হওয়ার প্রচেষ্টায় যে সমস্ত দৈহিক ও মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে পারে তা এই চলচ্চিত্রে উঠে এসেছে। "একজন শিল্পীর জন্মকে নিনার শৈল্পিক নিখুঁত হতে চাওয়ার মনোভাব এবং এজন্য সে যে মূল্য পরিশোধ করেছে তা কাব্যিক উপমায় ফুটে উঠেছে।" <ref>Skorin-Kapov, Jadranka (2015) [https://www.amazon.com/Darren-Aronofskys-Films-Fragility-Hope/dp/1501306979/ref=asap_bc?ie=UTF8 Darren Aronofsky's Films and the Fragility of Hope], p. 96, [//en.wikipedia.org/wiki/Bloomsbury_Academic Bloomsbury Academic]</ref>