ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
২০ নং লাইন:
<center>'''ক'''. ''[[ইওর‍্যাপ্টর]]'', একটি প্রাথমিক [[সরিস্কিয়া]]ন, '''খ''' ''[[লেসোথোসরাস]]'', একটি প্রাথমিক [[অর্নিথিস্কিয়া]]ন, '''গ''' ''[[স্টোরিকোসরাস|স্টোরিকোসরাসের]]'' (সরিস্কিয়া) শ্রোণীচক্র, '''ঘ''' ''[[লেসোথোসরাস|লেসোথোসরাসের]]'' শ্রোণীচক্র</center>
 
উপরের ছবি থেকে বোঝা যায় যে প্রাথমিক সরিস্কিয়ানরা অনেকাংশে প্রাথমিক অর্নিথিস্কিনদের মতোই দেখতে ছিল। আধুনিক কুমিরদের সাথে এদের কারোরই সাদৃশ্য ছিল না। এই দুই প্রকার ডাইনোসরগোষ্ঠীকে ছবিতে প্রদর্শিত শ্রোণীচক্রের পার্থক্য অনুসারে আলাদা করা হয়। আরও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল মাথার খুলিতে; অর্নিথিস্কিয়ানদের উপরের চোয়াল বেশি মজবুত আর নীচেরনিচের চোয়ালের সংযোগস্থল বেশি নমনীয়। দু'টোই গাছপালা খাওয়ার উপযোগী অভিযোজন আর দু'টোই লেসোথোসরাসের মতো একটা প্রাথমিক নমুনাতেও স্পষ্ট বোঝা যায়<ref>Knoll, F.; Padian, K.; and de Ricqles, A. (2009). "Ontogenetic change and adult body size of the early ornithischian dinosaur Lesothosaurus diagnosticus: implications for basal ornithischian taxonomy". Gondwana Research. online 17 (1): 171. doi:10.1016/j.gr.2009.03.010.</ref>।
 
==সরিস্কিয়া==
৩৪ নং লাইন:
[[ক্রিটেশিয়াস|ক্রিটেশিয়াস যুগের]] সরোপডদের দু'টো শাখা ছিল; [[ডিপ্লোডোকয়ডিয়া|ডিপ্লোডোকয়ডিয়ারা]] রাজত্ব করেছিল ১২.১ থেকে ৬.৬ কোটি বছরের মধ্যে, আর [[টাইটানোসরিফর্ম|টাইটানোসরিফর্মেরা]] ১৩.২ থেকে ৬.৬ কোটি বছরের মধ্যে। টাইটানোসরিফর্মদের অন্তর্গত অধোবিভাগগুলো হল [[টাইটানোসরিয়া]], [[টাইটানোসরিডি]] এবং [[সল্টাসরিডি]]। ডিপ্লোডোকয়ডিয়া ও টাইটানোসরিফর্ম এই দু'টো শাখাই [[নিওসরোপোডা]] থেকে বিবর্তিত, যারা ১৬.৯ কোটি বছর আগে প্রথম আত্মপ্রকাশ করে।
 
সরোপডরা পৃথিবীর সর্বকালের সর্ববৃহৎ স্থলচর প্রাণী হিসেবে বিখ্যাত, যদিও তাদের মাথার খুলির আয়তন অনুপাতে খুবই ছোট হত। সময়ের সাথে সাথে বিভিন্ন সরোপড ডাইনোসরের দেহের আয়তন বৃদ্ধি এবং খুলির আয়তনের পরিবর্তন নীচেরনিচের ছক দু'টোয় দেখানোর চেষ্টা করা হল।
 
[[চিত্র:সরোপডদৈর্ঘ্য.gif|700px]]
৭৪ নং লাইন:
[[অর্নিথিস্কিয়া|অর্নিথিস্কিয়ার]] নামকরণ করা হয়েছিল তাদের শ্রোণীচক্রের সাথে পাখির শ্রোণীচক্রের অঙ্গসংস্থানিক সাদৃশ্যের জন্য, যদিও পাখিরা তাদের থেকে বিবর্তিত হয়নি।
 
অর্নিথিস্কিয়ানদের মাথার খুলি ও দাঁতের গড়ন তাদের বিবর্তনের প্রথম পর্বেই শাকাহারী আহারের জন্য অভিযোজিত হয়ে গিয়েছিল<ref name="Sereno">PC Sereno (1997) "The origin and evolution of dinosaurs" Annu. Rev. Earth Planet. Sci. 25:435-489</ref>। উদাহরণস্বরূপ বলা যায়, ''লেসোথোসরাস'' একটি প্রাথমিক অর্নিথিস্কিয়ান, কিন্তু এর খুলিতেও পূর্বোক্ত অভিযোজনগুলোর দেখা মেলে; এদের উপরের চোয়াল শক্ত ও নীচেরনিচের চোয়াল অপেক্ষাকৃত নমনীয়।
 
অর্নিথিস্কিয়ানদের প্রধান প্রধান ক্লেডগুলো হল বর্মযুক্ত [[থাইরিওফোরা]], বর্মহীন [[অর্নিথোপোডা]] এবং শিরস্ত্রাণযুক্ত [[মার্জিনোসেফালিয়া]]। এরা প্রত্যেকেই [[আদি জুরাসিক]] নাগাদ আবির্ভূত হয়।
৯০ নং লাইন:
[[অর্নিথোপোডা|অর্নিথোপডরা]] তিনটি প্রধান ভাগে বিভক্ত, যথা [[হেটারোডন্টোসরিডি]], [[হিপসিলোফোডন্টিডি]] এবং [[ইগুয়ানোডন্টিয়া]]।
 
হেটারোডন্টোসরিডরা খুব ছোট হত (দৈর্ঘ্য ১ মিটারের কম) আর এদের সময়কাল ছিল আদি থেকে অন্ত্য জুরাসিক। ''[[অ্যাব্রিকটোসরাস]]'' বাদে প্রত্যেকের উপরের শ্বদন্ত আয়তনে নীচেরনিচের শ্বদন্তের থেকে ছোট হত। অন্যান্য ডাইনোসরের তুলনায় এদের অগ্রপদ অস্বাভাবিক রকমের লম্বা।
 
হিপসিলোফোডন্টিডরা ১ থেকে ২ মিটার অবধি লম্বা হত। সাত মহাদেশের প্রতিটিতেই এদের জীবাশ্ম পাওয়া গেছে। এদের সময়কাল মধ্য জুরাসিক থেকে অন্ত্য ক্রিটেশিয়াস। এদের প্রাচীনতম জীবাশ্ম হল চীন থেকে প্রাপ্ত ''[[অ্যাজিলিসরাস]]'' । এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ছোট আকারের কাঁধের হাড় বা স্ক্যাপুলা এবং কোমরের অস্থিচক্রে একটি নলাকার উপবৃদ্ধি।
১০৬ নং লাইন:
নকশাদার শিংওয়ালা শিরস্ত্রাণের বিবর্তনের বৈচিত্র্য দেখা যায় নানা প্রকার সেরাটোপ্‌সিয়ানের মধ্যে। ''[[প্রোটোসেরাটপ্‌স]]'', ''[[ট্রাইসেরাটপ্‌স]]'' ও ''[[স্টিরাকোসরাস]]'' হল এদের মধ্যে সবচেয়ে জানাশোনা নাম। সমস্ত মার্জিনোসেফালিয়ার খুলির পিছন দিকে যে পাতের আকারের উপবৃদ্ধি থাকে তার থেকেই এদের উন্নত কারুকার্যখচিত শিরস্ত্রাণের উদ্ভব হয়েছিল। সেরাটোপ্‌সিয়ার দু'টো ভাগ। পাখির মত চঞ্চুযুক্ত ''[[সিটাকোসরাস]]'' প্রভৃতি প্রাথমিক নমুনা এবং [[নিওসেরাটোপ্‌সিয়া]]।
 
পাশের ছবিটিতে দেখানো হয়েছে সেরাটোপ্ জাতীয় ডাইনোসরদের খুলির বৈচিত্র্য। ক- ''[[প্রোটোসেরাটপ্‌স|প্রোটোসেরাটপ্‌সের]]'' গোটা কঙ্কাল। খ থেকে ঝ- খুলি। খ- পাশ থেকে ''[[সিটাকোসরাস]]'', গ- উপর থেকে ''সিটাকোসরাস'', ঘ- ''প্রোটোসেরাটপ্‌স'' পাশ থেকে, ঙ- ''প্রোটোসেরাটপ্‌স'' উপর থেকে, চ- পাশ থেকে ''[[ট্রাইসেরাটপ্‌স]]'', ছ- উপর থেকে ''ট্রাইসেরাটপ্‌স'', জ- ''[[স্টিরাকোসরাস]]'' পাশ থেকে (নীচেরনিচের চোয়াল ছাড়া), ঝ- ''স্টিরাকোসরাস'' উপর থেকে।
 
সেরাটপ্‌সিড ডাইনোসরদের বিবর্তন অনেকাংশে কোনো কোনো [[স্তন্যপায়ী]] প্রাণীগোষ্ঠীর বিবর্তনের সাথে তুলনীয়। স্তন্যপায়ীদের কোনো কোনো বিভাগের মতোই এদের বিবর্তন [[ভূতাত্ত্বিক সময়|ভূতাত্ত্বিক সময়ের]] নিরিখে খুব তাড়াতাড়ি হয়েছিল। অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যেই এদের দেহের বড় আয়তন, খাদ্যাভ্যাস ও "বিচিত্র শিং জাতীয় অঙ্গের" বৈশিষ্ট্যগুলো আত্মপ্রকাশ করে<ref>"Introduction," Sampson (2001); page 264</ref>।