কোর্ট অব মার্টল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
১ নং লাইন:
[[File:Alhambra-Patio de los Arrayanes.jpg|thumb|Alhambra-Patio de los Arrayanes]]
 
'''কোর্ট অব মার্টল''' আলহামরা প্রাসাদ এবং দুর্গ কমপ্রেক্সের একটি অংশ । এটি মেক্সয়ার বা দরবার হলের পূর্বে এবং কোর্ট অব লায়ন বা সিংহ চত্বরের পশ্চিমে অবস্থিত। মার্টল (বা মার্থেল) ঝোপের আধিক্যের কারনেকারণে এই নামে পরিচিত হলেও এর আসল নাম দেওয়ান যা যে কোন মুসলিম প্রাসাদের একটি প্রয়োজনীয় অংশ।<ref name="onnoekdiganta.com">ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.onnoekdiganta.com/article/detail/5692</ref> মার্থেল ঝোপ মাঝখানের পুকরেকে ঘিরে রেখেছে। দেয়ালে সাদা মার্বেলের সাথে হালকা সবুজ একটি চমৎকার বৈপরিত্য তৈরী করে নিয়েছে । এটাকে প্যাশিও অব পন্ড (Patio of the Pond) বা পানির উঠোনও বলা হয়। মধ্যস্থ পুকুর ৩৪ মিটার লম্বা এবং ৭.১০ মিটার প্রশস্ত। <ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.alhambradegranada.org/en/info/placesandspots/courtofthemyrtles.asp |শিরোনাম=Court of the Myrtles |কর্ম=Alhambra de Granada}}</ref> পুকুরের কারনেকারণে উঠোনটি দুভাগে বিভক্ত হয়েছে। দুটি ফোয়ারা থেকে দুই অংশে পানি সরবরাহ হয়। চতুর্দিকে বিভিন্ন কক্ষ এবং চলাচলের বারান্দা। বারান্দায় ছাদের পিলারের মাথায় ক্যাপিটাল আছে যার উপরে অধিবৃত্তাকার [[খিলান|খিলানের]] অবস্থান। খিলানগুলো রম্বস আকৃতির কাঠের কারুকাজে সজ্জিত। কেন্দ্রিয় খিলান অন্য ছয়টি থেকে বড় এবং লতা পাতা সমৃদ্ধ স্ক্যালোপ দ্বারা সমৃদ্ধ।
 
মার্টল কোটের উত্তর অংশে গুরুত্বপূর্ন কক্ষের অবস্থান যেটি সুলতানের বাসস্থান কোমারেস প্যালেসের অংশ। এখানে আরো কিছু কাঠামো ছিল এবং ছিল একটি মসজিদ। সবই বিস্মৃতির তালিকায় চলে যায়। এখন কেবল ঢোকার পূবের্র প্রশস্ত বারান্দা দৃশ্যমান।<ref name="onnoekdiganta.com"/>