লা পুয়েরতা দেল পুয়েন্তে (করদোবা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
→‎শীর্ষ: তথ্যসূত্রপ্রদান ও সম্প্রসারণ
১ নং লাইন:
[[চিত্র:Puerta del Puente, Córdoba (España).JPG|thumb|300px|পুয়েরতা দেল পুয়েন্তে, সামনে থেকে তোলা ছবি।]]
'''লা পুয়েরতা দেল পুয়েন্তে''' বা '''সেতু তোরণ''' ([[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] - ''la Puerta del puente'') হল [[স্পেন|স্পেনের]] [[কর্দোবা|করদোবা]] শহরের [[করদোবার রোমান সেতু|পুরনো রোমান সেতুর]] উত্তর মুখে অবস্থিত একটি ষোড়শ শতাব্দীর মধ্যভাগে তৈরি তোরণ। তোরণটি বর্তমানে সেতু, তার দক্ষিণ মুখে অবস্থিত মধ্যযুগীয় [[কালাওরা মিনার]] ও ঐ অঞ্চলে অবস্থিত করদোবা শহরের ঐতিহাসিক কেন্দ্রের অন্যান্য প্রাচীন ঐতিহ্যবাহী নির্মাণের সাথে একযোগে [[বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]] হিসেবে স্বীকৃত। ১৯৯৪ সালে ইউনেস্কো থেকে এই স্বীকৃতি দেওয়া হয়।<ref>[https://whc.unesco.org/en/list/313 «Historic Centre of Cordoba»]. ''UNESCO''. World Heritage List. সংগৃহীত ২১ জুলাই, ২০১৯।</ref> অবশ্য তার পূর্বেই, ১৯৩১ সাল থেকেই তোরণটি সংলগ্ন [[করদোবার রোমান সেতু|রোমান সেতু]] ও ''কালাওরা মিনারের'' সাথে একযোগে "স্থাপত্য" বিভাগে ''স্পেনের সাংস্কৃতিক ঐতিহ্য'' (''Bien de Interés Cultural'') হিসেবে স্বীকৃতি লাভ করেছিল।<ref>[http://www.mcu.es/bienes/cargarFiltroBienesInmuebles.do?layout=bienesInmuebles&cache=init&language=es «Base de datos de bienes inmuebles inscritos en el Registro de Bienes de Interés Cultural (buscar escribiendo "Puente sobre El Guadalquivir, su Puerta" en el campo "General"»]. del ''Ministerio de Cultura de España''. সংগৃহীত ২৪ অক্টোবর, ২০১৯।</ref>
 
বহু শতাব্দীর ঐতিহ্যবাহী করদোবা শহরে যে তিনটি ঐতিহাসিক তোরণ টিকে আছে, ''লা পুয়েরতা দেল পুয়েন্তে'' তার অন্যতম।<ref name="Puerta del Puente">[http://www.cordoba24.info/html/puerta_del_puente.html "Puerta del Puente"]. ''Córdoba 24''. সংগৃহীত ২২ জুলাই, ২০১৯।</ref> অন্য দু'টি হল চতুর্দশ শতাব্দীতে তৈরি ইসলামি স্থাপত্যের দুই তোরণ - [[আলমোদোবার তোরণ]] ও [[পুয়েরতা দে সেভিয়া (কর্দোবা)|পুয়েরতা দে সেভিয়া]]। লা পুয়েরতা দেল পুয়েন্তে বা সেতু তোরণটি এখন যেখানে অবস্থিত, সেখানেই রোমান আমলেও তোরণের অস্তিত্ব ছিল বলে জানা যায়। সেইসময় এই তোরণ ও সেতু বিখ্যাত রোমান সড়ক [[ভিয়া আউগুস্তা|ভিয়া আউগুস্তার]] অংশ ছিল। পরে মুসলমান আমলেও এখানে সেতুর অস্তিত্ব ছিল; সেটি ছিল তখন শহরের অন্যতম প্রধান প্রবেশদ্বার। ''বাব আল-ওয়াদি'', ''বাব আল-ইয়াজিরা'', ''বাব আল-সুরা'', প্রভৃতি বিভিন্ন নামে তখন সেই তোরণকে অভিহিত করা হত।<ref name="artencordoba">[https://www.artencordoba.com/otros-monumentos/puerta-puente-cordoba.html "Puerta del Puente"]. ''artencordoba''. Visitas guiadas. সংগৃহীত ২২ জুলাই, ২০১৯।</ref> বর্তমানে যে তোরণটি সেখানে দেখা যায়, সেটি পরবর্তীকালে নবজাগরণের সময়ে তৈরি। ১৫৭২ খ্রিষ্টাব্দে প্রখ্যাত স্পেনীয় আর্কিটেক্ট [[এরনান রুইথ (ছোট)|এরনান রুইথের]] পরিকল্পনায় এটি নির্মিত।<ref name="Puerta del Puente"/>