হীরালাল সেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন:
| caption = হীরালাল সেন
| birth_date = ১৮৬৬
| birth_place = বগুজারী গ্রাম, [[মানিকগঞ্জ]], [[ ব্রিটিশ ভারত]]
| death_date = ১৯১৭
| death_place = [[কলকাতা]], [[ব্রিটিশ ভারত]] (অধুনা- কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত)
১৬ নং লাইন:
}}
[[File:HiralalSen FlowerofPersia DancingScene.jpg|thumb|স্টার থিয়েটার, কলকাতায় ''পারস্যের ফুল'' চলচ্চিত্রে হীরালাল সেনের অভিনয়শৈলী।]]
'''হীরালাল সেন''' (১৮৬৬—১৯১৭) ছিলেন একজন [[বাঙালি জাতি|বাঙালি]] চিত্রগ্রাহক, যাঁকে সাধারণত ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন বলে গণ্য করা হয়। এছাড়া, তাঁকেতাকে ভারতের সর্বপ্রথম বিজ্ঞাপনবিষয়ক চলচ্চিত্রের নির্মাতা বলেও গণ্য করা হয়। সম্ভবতঃ ভারতের প্রথম রাজনীতিক ছবিও তিনিই বানিয়েছিলেন। ১৯১৭ সালে এক অগ্নিকাণ্ডে তাঁরতার তৈরি সকল [[চলচ্চিত্র]] নষ্ট হয়ে যায়।
 
== জন্ম ও শিক্ষাজীবন ==
হীরালাল সেনের জন্ম ১৮৬৬ সালে [[মানিকগঞ্জ]] জেলার বগজুরি গ্রামে। তাঁরতার পিতার নাম চন্দ্রমোহন সেন, মাতা বিধুমুখী।<ref>হীরালাল সেন:সৈকত আসগর: জীবনী গ্রন্থমালা: [[বাংলা একাডেমি|বাংলা একাডেমী]]:১৯৯৩: পৃষ্ঠা-১০।</ref> পিতামহ গোকুলকৃষ্ণ মুনশি ছিলেন [[ঢাকা|ঢাকার]] জজ আদালতের নামকরা আইনজীবী।<ref>তাওয়ারিখে ঢাকা:মুনশি রহমান আলী তায়েশ :অনুবাদ - ড. আ.ম.ম.শরফুদ্দীন:পৃষ্ঠা ১৬২।</ref> পরে তিনি [[কোলকাতা]] হাইকোর্টে আইনজীবী হিসাবে যোগ দেন। পিতা মাতার আট সন্তানের মধ্যে হীরালাল ছিলেন দ্বিতীয়। মানিকগঞ্জ মাইনর স্কুলে তাঁরতার শিক্ষা জীবন শুরু হয়। একই সাথে মৌলভী সাহেবের কাছে [[ফরাসি ভাষা|ফারসী]] ভাষাও শিখতেন। ১৮৭৯ সালে মাইনর পরীক্ষা পাস করে [[ঢাকা কলেজিয়েট স্কুল|ঢাকার কলেজিয়েট স্কুলে]] ভর্ত্তি হন। পরে পিতার সাথে হীরালাল কোলকাতা গিয়ে কলেজে ভর্ত্তি হন। আই.এস.সি. অধ্যয়ন কালে চলচ্চিত্রের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েন এবং প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় যবনিকাপাত ঘটে।<ref>হীরালাল সেন:সৈকত আসগর: জীবনী গ্রন্থমালা: বাংলা একাডেমী:১৯৯৩: পৃষ্ঠা-24-27।</ref>
 
== প্রাথমিক জীবন ==
হীরালাল সেনের আদি বাড়ি ছিল [[ঢাকা]] থেকে প্রায় ৮০ কিমি. দূরে বর্তমান [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[মানিকগঞ্জ জেলা|মানিকগঞ্জ জেলায়]]।> যদিও তিনি সেই এলাকার এক জমিদার বংশের এক উকিলের ছেলে ছিলেন, তাঁরতার শৈশব কেটেছিল [[কলকাতা]]তেই। ১৮৯৮ সালে, [[প্যারিস|প্যারিসের]] 'পাথে ফ্রেরেস স্টুডিও'র সদস্য অধ্যপক স্টিভেনসনের একটি নাতিদীর্ঘ ছবি কলকাতার [[স্টার থিয়েটার|স্টার থিয়েটারে]] দেখানো হয়, ''The Flower of Persia'' (''পারস্যের ফুল'') নামে একটি [[অপেরা|অপেরার]] সঙ্গে।<ref name="Hiralal2">{{ওয়েব উদ্ধৃতি
|শেষাংশ = McKernan
|প্রথমাংশ = Luke
৩০ নং লাইন:
|বিন্যাস = HTML
|সংগ্রহের-তারিখ = 2009-01-04
}}</ref> স্টিভেনসনের ক্যামেরা ধার করে নিয়ে হীরালাল বানান তাঁরতার প্রথম ছবিঃ ''A Dancing Scene From the Opera, The Flower of Persia'', ওই অপেরার একটি নাচের দৃশ্য নিয়েই।<ref name="Hiralal2"/> ভাই মতিলাল সেনের সাহায্যে [[লন্ডন|লন্ডনের]] ওয়ারউইক ট্রেডিং কম্পানীর চার্লস আরবানের থেকে তিনি একটি 'Urban Bioscope' কিনে নেন।<ref name="Hiralal2"/> পরের বছর তিনি ভাইয়ের সাথে [[রয়্যাল বায়োস্কোপ]] কোম্পানীর গোড়াপত্তন করেন<ref name="Hiralal2"/>
== সংসার জীবন ==
হীরালাল বিয়ে হয় হেমাঙ্গিনী দেবীর সাথে। তাঁদের তিন সন্তানের কথা জানা যায়। প্রথম পুত্র বৈদ্যনাথ সেন ১৯০২ সালে জন্ম গ্রহণ করেন। তৃতীয় সস্তান মেয়ে প্রতিভা সেন তথির বিয়ে হয় নরনাথ সেনের সাথে। নরনাথ সেনের ভাইপো দিবানাথ সেনের স্ত্রী ছিলেন কিংবদন্তির নায়িকা [[সুচিত্রা সেন]]।<ref>হীরালাল সেন:সৈকত আসগর: জীবনী গ্রন্থমালা: বাংলা একাডেমী:১৯৯৩: পৃষ্ঠা-27।</ref>
৪৩ নং লাইন:
|অবস্থান = Calcutta
|পাতাসমূহ = pp.293–94
}}</ref> বেশিরভাগ ছবিতেই তিনি ক্যামেরাবদ্ধ করেন [[অমরেন্দ্রনাথ দত্ত|অমরেন্দ্রনাথ দত্তের]] কলকাতার [[ক্লাসিক থিয়েটার|ক্লাসিক থিয়েটারে]] মঞ্চস্থ বিভিন্ন থিয়েটারের দৃশ্য। সেই যুগে ব্যবহারযোগ্য [[ফিল্ম]] আনা হত বিদেশ থেকে।<ref name="Hiralal2"/> ১৯০১ আর ১৯০৪-এর মধ্যে ক্লাসিক থিয়েটারের পক্ষে তিনি অনেকগুলি ছবি নির্মাণ করেন, যথা ''ভ্রমর'', ''হরিরাজ'', ''বুদ্ধদেব'' ইত্যাদি।<ref name="Hiralal2"/> তাঁরতার সৃষ্ট ছবির মধ্যে একটি ছিল পূর্ণদৈর্ঘ্যের &mdash; ১৯০৩-এ তৈরি ''আলিবাবা ও চল্লিশ চোর'' ("Alibaba and the Forty Thieves"), যেটি বানানো হয়েছিল ক্লাসিক থিয়েটারে অভিনীত ওই নামের থিয়েটারের ওপর ভিত্তি করে।<ref name="Hiralal2"/><ref name="Hiralal1"/> কিন্তু এ ছবির বিষয়ে বিশেষ কিছু জানা যায় না, কারণ সম্ভবতঃ কোনোদিনই এ ছবির প্রদর্শন হয়নি। বাণিজ্যিকভিত্তিতে তিনি কতকগুলি বিজ্ঞাপন বিষয়ক আর কিছু সংবাদমূলক চলচ্চিত্রও নির্মাণ করেন।<ref name="Hiralal2"/> তিনি 'জবাকুসুম হেয়ার অয়েল' আর 'এডওয়ার্ডস টনিক'-এর ওপর বিজ্ঞাপনী ছবি বানিয়েছিলেন। সম্ভবতঃ, ভারতীয়দের মধ্যে বিজ্ঞাপনে ফিল্ম ব্যবহার করায় তিনিই প্রথম ছিলেন।
 
== ভারতের প্রথম রাজনীতিক চলচ্চিত্র ==
৪৯ নং লাইন:
 
== পরবর্তী জীবন ==
রয়্যাল বায়োস্কোপ কম্পানী প্রথম ছবি বানায় ১৯১৩ সালে। এরপর হীরালাল অনেক দুর্গতি আর অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন। [[এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানী|এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানীর]] [[জামশেদজি ফ্রেমজি ম্যাডান]] তাঁরতার থেকে অনেক বেশি সাফল্য অর্জন করেন। এর ওপর হীরালাল [[ক্যান্সার|ক্যান্সারে]] আক্রান্ত হন। তাঁরতার মৃত্যুর কিছুদিন আগে এক অগ্নিকাণ্ডে তাঁরতার তৈরি সমস্ত ছবি নষ্ট হয়ে যায়।<ref name="Hiralal2"/><ref name="HiralalSen3"/>
 
== সূত্র ==