আশা ভোঁসলে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২০ নং লাইন:
| associated_acts =
}}
'''আশা ভোঁসলে''' ([[মারাঠি ভাষা|মারাঠি]]: आशा भोंसले, ''আশা ভোঁস্‌লে''; জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৩৩) একজন [[ভারত|ভারতীয়]] গায়িকা। মূলত তিনি হিন্দি সিনেমার নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য বিখ্যাত। আশা ভোঁসলে ভারতের জনপ্রিয়তম গায়িকাদের মধ্যে একজন। [[১৯৪৩]] সাল থেকে আরম্ভ করে তিনি ষাট বছরেরও বেশি সময় ধরে গান গেয়ে চলেছেন। তিনি তাঁরতার সঙ্গীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। মনে করা হয় তিনি ১২০০০ এরও বেশি গান গেয়েছেন। ২০১১ সালে [[গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস|গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস]] তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করেন<ref>http://www.hindustantimes.com/I-am-honoured-after-receiving-this-award-Asha-Bhosle/H1-Article1-760281.aspx</ref>।
ভারত সরকার তাকে ২০০৮ সালে [[পদ্মভূষণ]] উপাধিতে ভূষিত করে।<ref>http://www.hindu.com/2008/01/26/stories/2008012659641200.htm</ref>
 
==প্রারম্ভিক জীবন==
আশা ভোঁসলে ১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর সঙ্গিল রাজ্যের (বর্তমান [[মহারাষ্ট্র]]ে অবস্থিত) সঙ্গিল জেলার গৌড়ে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা [[দীনানাথ মঙ্গেশকর]] ছিলেন মারাঠি ভাষী গোমন্থক মারাঠা সমাজের সদস্য এবং মারাঠি সঙ্গীত মঞ্চের একজন অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। ভোঁসলের যখন নয় বছর বয়স, তখন তার পিতা মৃত্যুবরণ করেন। তার পরিবার [[পুনে]] থেকে কোহলাপুর এবং পরে [[মুম্বই]]য়ে চলে আসে। তিনি ও তার বড় বোন [[লতা মঙ্গেশকর]] তাদের পরিবারের ভরণপোষণের জন্য চলচ্চিত্রে গান গাওয়া ও অভিনয় শুরু করেন। তার গাওয়া প্রথম গান হল মারাঠি ভাষার ''মাঝা বল'' (১৯৪৩) চলচ্চিত্রে "চল চল নব বল"। গানটির সুরায়োজন করেছিলেন দত্ত দবজেকর। তার হিন্দি চলচ্চিত্রের গানে অভিষেক হয় হংসরাজ বেহলের ''চুনারিয়া'' (১৯৪৮)-এ "সাবন আয়া" গানে কণ্ঠ প্রদানের মাধ্যমে।<ref name="rediff_70">{{citeওয়েব webউদ্ধৃতি|urlইউআরএল=http://ia.rediff.com/movies/2003/sep/05ms1.htm |titleশিরোনাম=Asha, 70 years, 70 landmarks |workকর্ম=[[রেডিফ.কম]] |dateতারিখ=8 September 2003 |accessdateসংগ্রহের-তারিখ=৭ সেপ্টেম্বর ২০১৯|langভাষা=en | archiveurlআর্কাইভের-ইউআরএল= https://web.archive.org/web/20061108074820/http://ia.rediff.com/movies/2003/sep/05ms1.htm| archivedateআর্কাইভের-তারিখ= 8 November 2006 | deadurlঅকার্যকর-ইউআরএল= no}}</ref> তার প্রথম একক হিন্দি চলচ্চিত্রের গান ছিল ''রাত কী রানী'' (১৯৪৯) চলচ্চিত্রের জন্য।
 
== সঙ্গীত জীবন ==
 
=== গায়িকা জীবনের বিশেষ সময় ===
তাঁরতার গায়িকা জীবনকে খতিয়ে দেখলে চারটি সিনেমাকে চিহ্নিত করা যায় তাঁরতার কেরিয়ারের বিশেষ গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বীকৃত। এ ছবিগুলো হলো: [[নয়া দৌড়]] (১৯৫৭), [[তিসরি মঞ্জিল]] (১৯৬৬), [[উমরাও জান]] (১৯৮১) এবং [[রঙ্গীলা]] (১৯৯৫)।
 
== সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ ==
=== ও. পি. নয়্যার ===
[[ও. পি. নয়্যার]]ের সাথে আশার প্রথম সাক্ষাৎ হয় ১৯৫২ সালে "ছম ছম ছম" গানের রেকর্ডিঙে।<ref name="ref_O_P_Nayyar">{{citeওয়েব webউদ্ধৃতি |urlইউআরএল=http://music.indya.com/features/index.html |titleশিরোনাম=Asha Bhosle was the best person I ever met, An interview with O.P. Nayyar |publisherপ্রকাশক=ইন্ডিয়া.কম |accessdateসংগ্রহের-তারিখ=৭ সেপ্টেম্বর ২০১৯ |deadurlঅকার্যকর-ইউআরএল=yes |archiveurlআর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20050305192530/http://music.indya.com/features/index.html |archivedateআর্কাইভের-তারিখ=5 March 2005 }}</ref> নয়্যার প্রথম আশাকে ''মঙ্গু'' (১৯৫৪) চলচ্চিত্রের গানের জন্য ডাকেন এবং ''সিআইডি'' (১৯৫৬) চলচ্চিত্রের গানের মাধ্যমে তাকে সুযোগ দেন। যাই হোক, ''নয়া দৌড়'' (১৯৫৭) চলচ্চিত্রের গানে দিয়ে এই যুগল জনপ্রিয়তা অর্জন করে।<ref name="Times_Life_Jul_2005">{{citeসংবাদ newsউদ্ধৃতি |authorলেখক=পিল্লাই, জিতেশ |titleশিরোনাম=Notes to Myself (An interview with Asha Bhosle) |urlইউআরএল=http://epaperdaily.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JTS8yMDA1LzA3LzMxI0FyMDQzMDA=&Mode=HTML&Locale=english-skin-custom |archiveআর্কাইভের-urlইউআরএল=https://web.archive.org/web/20080216231736/http://epaperdaily.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JTS8yMDA1LzA3LzMxI0FyMDQzMDA%3D&Mode=HTML&Locale=english-skin-custom |deadঅকার্যকর-urlইউআরএল=yes |archiveআর্কাইভের-dateতারিখ=16 February 2008 |workকর্ম=[[দ্য টাইমস অব ইন্ডিয়া]], [[মুম্বই]] |publisherপ্রকাশক=[[দ্য টাইমস গ্রুপ]] |pageপাতা=৪৩|dateতারিখ=31 July 2005 |accessdateসংগ্রহের-তারিখ=৭ সেপ্টেম্বর ২০১৯}}</ref> ১৯৫৯ সালের পর তারা দুজনে প্রেম ও পেশাদারী সম্পর্কে নিবিড়ভাবে জড়িয়ে পড়েন।
 
নয়্যার ও ভোঁসলে যুগল মনমুগ্ধকর গানের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন। এই যুগলের রেকর্ডকৃত কয়েকটি গান হল ''হাওড়া ব্রিজ'' (১৯৫৮) ছবিতে [[মধুবালা]]র উপর চিত্রায়িত "আইয়ে মেহেরবান", ''মেরে সনম'' (১৯৬৫) ছবিতে [[মুমতাজ (অভিনেত্রী)|মুমতাজের]] উপর চিত্রায়িত "ইয়ে হ্যায় রেশমি জুলফোঁ কা আন্ধেরা"। ''কিসমত'' ছবির "আও হুজুর তুমকো" এবং ''মেরে সনম'' ছবির "যাইয়ে আপ কাহাঁ" গানগুলোও জনপ্রিয়তা লাভ করে। এছাড়া তারা ''তুমসা নহীঁ দেখা'' (১৯৫৭), ''এক মুসাফির এক হাসিনা'' (১৯৬২) ও ''কাশ্মীর কী কলি'' (১৯৬৪) ছবির জন্য গান রেকর্ড করেন। নয়্যার আশা ভোঁসলে-[[মোহাম্মদ রফি]] যুগলকে তার কয়েকটি জনপ্রিয় গানে ব্যবহার করেন, সেগুলো হল ''নয়া দৌড়'' ছবির "উড়ে জব জব জুলফেঁ তেরি", ''এক মুসাফির এক হাসিনা'' ছবির "ম্যাঁয় প্যায়ার কা রাহি হুঁ" এবং ''কাশ্মীর কি কলি'' ছবির "দিওয়ানা হুয়া বাদল" ও "ইশারোঁ ইশারোঁ মেঁ"। নয়্যারের জন্য গাওয়ার আশার শেষ গান ছিল ''প্রাণ যায়ে পার বচন না যায়ে'' (১৯৭৪) ছবির জন্য।
 
=== খৈয়াম ===
আশার প্রারম্ভিক কর্মজীবনে অপর একজন সঙ্গীত পরিচালক তাকে সুযোগ দেন, তিনি হলেন [[মোহাম্মদ জহুর খৈয়াম]]। এই যুগলের প্রথম কাজ ছিল ''বিবি'' (১৯৪৮) ছবিতে। ১৯৫০-এর দশকে আশা খৈয়ামের সঙ্গীত পরিচালনায় বেশ কিছু কাজ করেন, তন্মধ্যে রয়েছে ''দর্দ'' ও ''ফির সুবাহ হোগি''। এই যুগল ''[[উমরাও জান (১৯৮১-এর চলচ্চিত্র)|উমরাও জান]]'' ছবির গানের জন্য সবচেয়ে বেশি স্মরণীয়।<ref>{{citeবই bookউদ্ধৃতি|last1শেষাংশ১=ভারতন |first1প্রথমাংশ১=রাজু |titleশিরোনাম=A journey down melody lane|dateতারিখ=২০১০ |publisherপ্রকাশক=হে হাউজ পাবলিকেশন্স |locationঅবস্থান=নতুন দিল্লি |isbnআইএসবিএন=9788189988913|urlইউআরএল=https://books.google.com/?id=WnxABAAAQBAJ&pg=PT6&dq=nayyar+asha+bhosle#v=snippet&q=asha%20%20%20khayyam&f=false}}</ref>
 
=== রবি ===
৪৪ নং লাইন:
 
=== শচীন দেববর্মণ ===
১৯৫৭ থেকে ১৯৬২ সালের মধ্যে বলিউডের অন্যতম প্রখ্যাত সুরকার [[শচীন দেববর্মণ]] ও তার প্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বিরূপ সম্পর্ক চলাকালীন শচীন তার গানের প্রধান নারী কণ্ঠের জন্য আশাকে ব্যবহার করেন।<ref name="encyclopaedia_of_hindi_cinema">{{citeবই bookউদ্ধৃতি | lastশেষাংশ = খুবচন্দনী | firstপ্রথমাংশ = লতা | editorসম্পাদক = [[Gulzar (lyricist)|গুলজার]] |editor2=[[গোবিন্দ নিহলানী]] |editor3=শৈবাল চ্যাটার্জি | titleশিরোনাম = Encyclopaedia of Hindi Cinema | yearবছর = ২০০৩ | publisherপ্রকাশক = পপুলার প্রকাশন | isbnআইএসবিএন = 81-7991-066-0 | pagesপাতাসমূহ = ৪৮৬–৪৮৭}}</ref> এই যুগল একাধিক চলচ্চিত্র হিট গান উপহার দেন, তন্মধ্যে রয়েছে ''কালা পানি'', ''কালা বাজার'', ''ইনসান জাগ উঠা'', ''লাজয়ন্তী'', ''সুজাতা'' ও ''তিন দেবিয়াঁ''।
 
=== রাহুল দেব বর্মণ ===
১০১ নং লাইন:
 
== ব্যক্তিগত জীবন ==
তাঁরতার দিদি বা বড় [[বোন]] হচ্ছেন তাঁরতার মতই আরেক জনপ্রিয় গায়িকা [[লতা মঙ্গেশকর]]।
 
খ্যাতিমান গায়ক এবং সুরকার [[শচীন দেব বর্মন|শচীন দেব বর্মনের]] পুত্র ও বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার [[রাহুল দেব বর্মন]] ছিলেন তাঁরতার দ্বিতীয় [[স্বামী]]। তাঁদের সংসারে তিন [[সন্তান]] রয়েছে। তন্মধ্যে ২য় সন্তান [[বর্ষা ভোঁসলে]] ৮ অক্টোবর, ২০১২ তারিখে লাইসেন্সকৃত [[আগ্নেয়াস্ত্র]] মাথায় ঠেকিয়ে [[আত্মহত্যা]] করেন।<ref>দৈনিক যুগান্তর, দশ দিগণ্ত, মুদ্রিত সংস্করণ, পৃষ্ঠা-৮, ৯ অক্টোবর, ২০১২ইং, আশা ভোঁসলের মেয়ে বর্ষার আত্মহত্যা</ref>
 
=== লতা মঙ্গেশকরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ===
১০৯ নং লাইন:
 
== পুরস্কার ==
[[১৯৭৭]] সাল পর্যন্ত আশা ভোঁসলে সাতবার [[ফিল্মফেয়ার পুরস্কার|ফিল্মফেয়ার]] সেরা নেপথ্য গায়িকার [[পুরস্কার]] পেয়েছেন। [[১৯৭৭]] সালের পর তিনি জানান যে তাঁরতার নাম যেন আর ফিল্মফেয়ার পুরস্কারের জন্য গণ্য করা না হয়। [[২০০১]] সালে তিনি 'ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার' পান।
 
== তথ্যসূত্র ==