২০১৯ ক্রিকেট বিশ্বকাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ImSonyR9 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
২৫ নং লাইন:
'''২০১৯ ক্রিকেট বিশ্বকাপ''' প্রতিযোগিতা [[ইংল্যান্ড]] এবং [[ওয়েলস|ওয়েলসে]] যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে।<ref name="BBC Sport">{{cite news |url=http://news.bbc.co.uk/sport1/hi/cricket/4956010.stm |title=England lands Cricket World Cup |accessdate=2006-04-30|work=BBC Sport |date=2006-04-30}}</ref><ref name="espncricinfo">{{cite web |url=http://www.espncricinfo.com/ci/content/story/245814.html |title=England awarded 2019 World Cup |accessdate=2006-04-30|work=espncricinfo}}</ref> [[ক্রিকেট বিশ্বকাপ|বিশ্বকাপ ক্রিকেট]] [[প্রতিযোগিতা|প্রতিযোগিতার]] এ আসরটি দ্বাদশ আয়োজন। [[১৯৭৫ ক্রিকেট বিশ্বকাপ|১৯৭৫]], [[১৯৭৯ ক্রিকেট বিশ্বকাপ|১৯৭৯]], [[১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ|১৯৮৩]] এবং [[১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ|১৯৯৯]] সালের [[বিশ্বকাপ প্রতিযোগিতা|বিশ্বকাপের]] পর এ প্রতিযোগিতাটি ইংল্যান্ড এবং ওয়েলসে ৫মবারের মতো হচ্ছে। ৩০ মে থেকে ১৫ জুলাই, ২০১৯ তারিখে অনুষ্ঠিতব্য<ref>{{cite web|url= http://www.icc-cricket.com/cricket-world-cup/news/2015/media-releases/84891/outcomes-from-icc-board-and-committee-meetings|title= OUTCOMES FROM ICC BOARD AND COMMITTEE MEETINGS|publisher= ICC|date= 29 January 2015|accessdate= 29 January 2015|আর্কাইভের-ইউআরএল= https://web.archive.org/web/20150202205353/http://www.icc-cricket.com/cricket-world-cup/news/2015/media-releases/84891/outcomes-from-icc-board-and-committee-meetings|আর্কাইভের-তারিখ= ২ ফেব্রুয়ারি ২০১৫|অকার্যকর-ইউআরএল= হ্যাঁ}}</ref> এ প্রতিযোগিতায় মার্চ, ২০১৫ সাল পর্যন্ত ১০টি দলের অংশগ্রহণের কথা বলা হয়েছিল।
 
এপ্রিল, ২০০৬ সালে ইংল্যান্ড এবং ওয়েলসকে [[ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশ|স্বাগতিক দেশের]] মর্যাদা দেয়া হয়। [[২০১৫ ক্রিকেট বিশ্বকাপ|২০১৫]] সালের [[ক্রিকেট]] বিশ্বকাপের স্বাগতিক দেশের নিলাম প্রক্রিয়া থেকে তাদের আবেদন প্রত্যাহারের ফলে ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা [[অস্ট্রেলিয়া]] ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত হয়। প্রথম খেলাটি [[দি ওভাল|ওভালে]] ও চূড়ান্ত খেলাটি [[১৯৭৫ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল|১৯৭৫]], [[১৯৭৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল|১৯৭৯]], [[১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল|১৯৮৩]] ও [[১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল|১৯৯৯]] সালের পর পঞ্চমবারের মতো [[লর্ডস ক্রিকেট গ্রাউন্ড|লর্ডসে]] অনুষ্ঠিত হবারহয়। ফাইনাল ম্যাচে সুপার ওভারে ইংল্যান্ড নিউজিিল্যাকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কথা রয়েছে।
 
২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলাগুলো [[রাউন্ড-রবিন প্রতিযোগিতা|রাউন্ড-রবিন পদ্ধতিতে]] অনুষ্ঠিত হচ্ছে। এ পর্বে অংশগ্রহণকারী দশ দলই একে-অপরের বিপক্ষে একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। প্রত্যেক দলই সর্বমোট নয়টি খেলায় অংশ নিবে। গ্রুপের শীর্ষ চার দল [[একক-বিদায় প্রতিযোগিতা|নক-আউট পর্বে]] উপনীত হবে এবং সেমি-ফাইনাল ও ফাইনাল খেলবে। ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপেও একই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল।