'''নৃত্য''' বা নৃত্যকলার ইংরেজি '''Dance''' শব্দটি এসেছে প্রাচীন ফ্রেঞ্চ শব্দ ''Dancier'' শব্দটি হতে। নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা যায়।
নৃত্যকলার সংজ্ঞা নির্ভর করে সামাজিক, সাংস্কৃতিক, নন্দনতত্ত্বিক, শৈল্পিক এবং [[নৈতিকতা|নৈতিক]] বিষয়ের উপর।