ভীমবেটকা প্রস্তরক্ষেত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৪ নং লাইন:
| longitude = 77.5833
}}
{{coordস্থানাঙ্ক|22|55|40|N|77|35|00|E|display=title}}
 
[[মধ্যপ্রদেশ|মধ্যপ্রদেশের]] [[ভীমবেটকা|ভীমবেটকায়]] (ভীমবৈঠক)[[প্রস্তর যুগ|প্রস্তর যুগের]] [[গুহাচিত্র]] আবিষ্কার হয়েছে। এটাই [[ভারত|ভারতের]] সবচেয়ে পুরনো সভ্যতার নিদর্শন। এটি ২০০৩-এ অন্যতম [[ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]] হিসাবে নির্বাচিত হয়। [[ভারতীয় উপমহাদেশ|ভারতীয় উপমহাদেশে]] মানুষের পদার্পণের প্রথম চিহ্ন উদ্ধার করা গেছে এখান থেকে, এবং সেই সূত্রে [[দক্ষিণ এশিয়ায় প্রস্তর যুগ|দক্ষিণ এশিয়ায় প্রস্তর যুগের]] সূচনার সময়কালও এই প্রস্তরক্ষেত্রে প্রাপ্ত নিদর্শন অনুযায়ীই নির্ণয় করা হয়। [[ভারত|ভারতের]] [[মধ্য প্রদেশ]] রাজ্যের [[রায়সেন জেলা]]র আবদুল্লাগঞ্জ শহরের কাছে [[রাতাপানি ব্যাঘ্র অভয়ারণ্য|রাতাপানি ব্যাঘ্র অভয়ারণ্যের]] মধ্যে এটি অবস্থিত। এর মধ্যে অন্তত কোনো কোনো গুহায় আজ থেকে আনুমানিক ১ লক্ষ বছর আগে ''[[হোমো ইরেক্টাস|হোমো ইরেক্টাসের]]'' বসতি ছিল।<ref>Javid, Ali and Javeed, Tabassum. ''World Heritage Monuments and Related Edifices in India''. 2008, page 19</ref><ref>http://originsnet.org/bimb1gallery/index.htm</ref> ভীমবেটকায় প্রাপ্ত কোনো কোনো [[গুহাচিত্র|গুহাচিত্রের]] বয়স আনুমানিক ৩০, ০০০ বছর।<ref name="klostermaier1989">{{Citation | title=A survey of Hinduism | author=Klaus K. Klostermaier | authorlink = Klaus Klostermaier | year=1989 | isbn=0-88706-807-3 | publisher=SUNY Press | url=http://books.google.com/books?id=ltn3OuF_i4sC | quote=''... prehistoric cave paintings at Bhimbetka (ca. 30000 BCE) ...''}}</ref>
৩২ নং লাইন:
[[Image:Bhimbetka.JPG|thumb|right|ভীমবেটকা গুহাচিত্র]]
ভীমবেটকাকে [[বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]] ঘোষণা করে প্রকাশিত [[ইউনেস্কো]]র প্রতিবেদন অনুযায়ী ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নথিতে এই স্থানটির প্রথম উল্লেখ পাওয়া যায় ১৮৮৮ খ্রিঃ, একটি বৌদ্ধ মঠ জাতীয় কিছু হিসেবে। স্থানীয় আদিবাসীদের কাছ থেকে এই তথ্য পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে [[ভি.এস.বাকঙ্কর]] ট্রেনে করে ভোপাল যাওয়ার পথে এই অঞ্চলে স্পেন ও ফ্রান্সে দেখা প্রস্তরক্ষেত্রের অনুরূপ গঠন দেখতে পান। ১৯৫৭ তে পুরাতাত্ত্বিকদের একটি দল নিয়ে ঐ অঞ্চলে উপস্থিত হন এবং অনেকগুলো প্রাগৈতিহাসিক গুহা-বসতি আবিষ্কার করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি
|urlইউআরএল=http://whc.unesco.org/pg.cfm?cid=31&id_site=925
|titleশিরোনাম=Rock Shelters of Bhimbetka
|publisherপ্রকাশক=World Heritage Site
|accessdateসংগ্রহের-তারিখ=2007-02-15
| archiveurlআর্কাইভের-ইউআরএল= http://web.archive.org/web/20070308082739/http://whc.unesco.org/pg.cfm?cid=31&id_site=925| archivedateআর্কাইভের-তারিখ= 8 March 2007 <!--DASHBot-->| deadurlঅকার্যকর-ইউআরএল= no}}</ref>
 
সেই থেকে এই রকম ৭৫০ টির বেশি গুহা-বসতি আবিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ২৪৩ টি ভীমবেটকা অঞ্চলে এবং ১৭৮ টি লাখা জুয়ার অঞ্চলে। পুরাতাত্ত্বিক গবেষণার মাধ্যমে সমগ্র অঞ্চলটি থেকে [[প্রস্তর যুগ|প্রস্তর যুগের]] সংস্কৃতির ধারাবাহিকতার প্রমাণ মিলেছে (অন্ত্য [[আশুলিয়ান]] থেকে [[মধ্য প্রস্তর যুগ|মধ্য প্রস্তর যুগের]] শেষভাগ পর্যন্ত)। বিশ্বের প্রাচীনতম পাথরের মেঝে ও দেওয়ালও এখানেই দেখা গেছে।
 
ভীমবেটকায় প্রাপ্ত বেশ কিছু নিদর্শনের কাঁচামাল নিকটবর্তী বারখেড়া অঞ্চল থেকে সংগৃহীত বলে নির্ণয় করা হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি | urlইউআরএল = http://whc.unesco.org/archive/advisory_body_evaluation/925.pdf | titleশিরোনাম = Bhimbetka (India) No. 925 | publisherপ্রকাশক = UNESCO World Heritage Centre | accessdateসংগ্রহের-তারিখ = 2012-04-28 }}</ref>
 
==গুহাশিল্প ও গুহাচিত্র==