বরেন্দ্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩ নং লাইন:
 
আলেকজান্ডার কানিংহাম অনুযায়ী, বরেন্দ্রের সীমানা পশ্চিমে [[গঙ্গা]] ও [[মহানন্দা নদী|মহানন্দা]], পূর্বে করতোয়া, দক্ষিণে পদ্মা এবং উত্তরে কুচবিহার এবং তেরাই-এ মধ্যে ছিল।
 
 
==পৌরাণিক বিবরণ==
১৪ ⟶ ১৩ নং লাইন:
<br/>মদনপাল এই বংশের শেষ রাজা।তাঁর পত্নী মন্ত্রীর সহযোগে বিষপ্রয়োগে স্বামী-হত্যা করেছিলেন।কিন্তু সেনাপতি শূরসেন নামক বৈদ্য সেই দুষ্টা রাণী সহ মন্ত্রীকে বন্দী করে অগ্নিতে দগ্ধ করেন এবং মৃত রাজার কোন সন্তান না থাকায় নিজেই রাজা হন।<br/>তখন থেকে গৌড়ে বৈদ্যরাজ্য (সেন) স্থাপিত হল; কিন্তু বরিন্দার উত্তর ও পূর্বপ্রান্তে তখনও পালবংশীয় কোন কোন রাজার আধিপত্য ছিল। বৈদ্যরাজগণ ক্রমে ক্রমে পালরাজ্য ধ্বংস করে সমস্ত বরিন্দা অধিকার করেছিলেন।<ref name=a/>
 
১৭৬৫ সালে পরবর্তীতে দিওয়ানী প্রাপ্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক বিভাজিত হয়ে ‘রাজশাহী বিভাগ’ হলে সে সময় সমগ্র বাংলার উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত আটটি জেলা এই রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল। সেগুলি হল ১। দার্জিলিং ২।জলপাইগুড়ি ৩। মালদহ ৪। দিনাজপুর ৫। রংপুর ৬। বগুড়া ৭। পাবনা এবং ৮। বৃহত্তর রাজশাহী জেলা সমূহ ([[রাজশাহী]], [[নাটোর]], [[নওগাঁ]], [[চাঁপাইনবাবগঞ্জ জেলা| চাঁপাইনবাবগঞ্জ]]) <ref>আ,কা,ম, যাকারিয়া,(বরেন্দ্র অঞ্চলের ইতিহাস) পৃঃ ৪</ref>
<!--
আ,কা,ম, যাকারিয়া দুই বঙ্গের অংশ সমন্বিত বৃহত্তর দিনাজপুর ও মালদহ জেলা এবং রংপুর, বগুড়া পাবনা ও বৃহত্তর রাজশাহী জেলা নিয়ে গঠিত রাজশাহী বিভাগকেই বরেন্দ্র ভূমি হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর আয়তন ১৩,৩৬৯ বর্গমাইল বা ৩৪,৬৫৪ বর্গ কিলোমিটার এবং ১৯৮১ সালের আদমশুমারি অনুযায় জনসংখ্যা ২,১৮,৯৬,৮৯১ জন বলে বর্ণনা করেছেন। <ref>আ,কা,ম, যাকারিয়া,(বরেন্দ্র অঞ্চলের ইতিহাস) পৃঃ৩</ref>
৭৭ ⟶ ৭৬ নং লাইন:
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
* {{বই উদ্ধৃতি|authorলেখক=[[রমেশচন্দ্র মজুমদার]] |titleশিরোনাম=বাংলার ইতিহাস |publisherপ্রকাশক=বি আর পাবলিশিং |dateতারিখ=১৯৪৩ |locationঅবস্থান=[[ঢাকা]] |isbnআইএসবিএন=81-7646-237-3 |pageপাতা=১৬–১৮, ১৩৪–১৩৫ |urlইউআরএল= |quoteউক্তি=}}
* {{বই উদ্ধৃতি|authorলেখক=নগেন্দ্র কে আর, সিং |titleশিরোনাম=বাংলাদেশের এনসাইক্লোপিডিয়া |publisherপ্রকাশক=আনমোল প্রকাশনা প্রাইভেট লিমিটেড |dateতারিখ=২০০৩ |locationঅবস্থান= |isbnআইএসবিএন=81-261-1390-1 |pageপাতা= |urlইউআরএল= |quoteউক্তি=}}
 
==বহিঃসংযোগ==