হিন্দি-উর্দু বিতর্ক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৬ নং লাইন:
|}
[[File:Digraphia in Hindustani.png|thumb|300px|ভারতের একটি সড়ক ফলকে [[উর্দু]], [[হিন্দি]] ও [[ইংরেজি]]।]]
'''হিন্দি-উর্দু বিতর্ক''' [[হিন্দি]] ও [[উর্দু|উর্দুর]] সরকারি ভাষার মর্যাদা প্রশ্নে ১৯শ শতাব্দীতে শুরু হওয়া একটি বিতর্ক। এই দুইটি ভাষা [[হিন্দুস্তানি ভাষা|হিন্দুস্তানির]] দুটি রূপ। ১৯৫০ সালে সরকারি ঘোষণার মাধ্যমে এই বিতর্ক দাপ্তরিকভাবে শেষ হলেও এর রেশ রয়ে গেছে। মুসলিমদের পক্ষ থেকে বলা হয় যে হিন্দুরা [[উর্দু]] ভাষা ত্যাগ করেছে। অন্যদিকে হিন্দুদের বক্তব্য হল মুসলিম শাসনামলে উর্দু কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে।<ref name="Khan2006">{{বই উদ্ধৃতি|authorলেখক=Abdul Jamil Khan | titleশিরোনাম=Urdu/Hindi: an artificial divide | yearবছর = 2006 | publisherপ্রকাশক = Algora | isbnআইএসবিএন=978-0-87586-437-2 | pagesপাতাসমূহ=290 }}</ref>
 
আক্ষরিকভাবে হিন্দি ও উর্দু [[খাড়িবুলি ভাষা|খাড়িবুলি ভাষার]] দুইটি রূপ। বিশেষত উত্তর ও মধ্য ভারতে এই ভাষার প্রচলন বেশি। খাড়িবুলি ভাষার ফারসি প্রভাবিত রূপ উর্দু বলে পরিচিত। [[দিল্লি সালতানাত]] (১২০৬-১৫২৬) ও [[মুঘল সাম্রাজ্য|মুঘল সাম্রাজ্যের]] (১৫২৬-১৮৫৮) সময়কালে [[উর্দু]] উপমহাদেশে গড়ে উঠে।<ref name="National Council for Promotion of Urdu language 2">{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল =http://www.urducouncil.nic.in/pers_pp/index.htm| titleশিরোনাম = A Historical Perspective of Urdu|publisherপ্রকাশক = National Council for Promotion of Urdu language|accessdateসংগ্রহের-তারিখ = 2007-06-15}}</ref> [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] তৎকালীন সরকারি ভাষা ফারসিকে বদলে ইংরেজি করার পর [[ফার্সি লিপি|ফার্সি লিপিতে]] লিখিত উর্দু ভাষা ফারসির স্থলে অতিরিক্ত সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হত।
 
উনিশ শতাব্দীর শেষ কয়েক দশক ভারতের উত্তর-পশ্চিম প্রদেশ এবং আওধে হিন্দি ও উর্দু নিয়ে বিতর্ক শুরু হয়। হিন্দির পৃষ্ঠপোষকরা [[দেবনাগরী লিপি|দেবনাগরী]] হরফে হিন্দুস্তানি ভাষা লেখার দাবি জানায়। উত্তর ভারতে দেবনাগরী হরফের সরকারি স্বীকৃতির জন্য আন্দোলন গড়ে উঠে। বাবু শিব প্রসাদ ও [[মদন মোহন মালব্য]] ছিলেন এই আন্দোলনের প্রথমদিককার নেতা। এর ফলশ্রুতিতে উর্দুর সরকারি মর্যাদা রক্ষার জন্য পাল্টা পদক্ষেপ হিসেবে উর্দু আন্দোলন গড়ে উঠে। [[সৈয়দ আহমদ খান]] ছিলেন উর্দুর পক্ষের অন্যতম প্রধান ব্যক্তি।
৩৪ নং লাইন:
===ব্রিটিশ ভাষা নীতি===
{{Further|দক্ষিণ এশিয়ায় ফারসি ভাষা}}
১৮৩৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন প্রদেশে ফারসির স্থলে স্থানীয় ভাষার ব্যবহার শুরু করে। তবে উত্তর ভারতে ফারসির বদলে [[ফার্সি লিপি|ফার্সি হরফে]] লিখিত উর্দু ভাষার ব্যবহার শুরু হয়।<ref name="Paul R. Brass">Language, Religion and Politics in North India by Paul R. Brass, Publisher: iUniverse, Incorporated, {{আইএসবিএন|978-0-595-34394-2}}</ref><ref>{{বই উদ্ধৃতি | titleশিরোনাম=The political awakening in India| editionসংস্করণ=| authorলেখক=John R. McLane| yearবছর=1970| pagesপাতাসমূহ=105| publisherপ্রকাশক=Prentice-Hall. Inc, Englewood Cliffs, New Jersey| isbnআইএসবিএন=}}</ref> সরকার হিন্দি ও উর্দু উভয় মাধ্যমকে শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে চাইলেও সরকারি কারণে হিন্দি বা নাগরি ব্যবহারে নিরুৎসাহ দেখায়। ফলে প্রতিযোগীতামূলক সরকারি চাকরির ক্ষেত্রে হিন্দি ও উর্দু শিক্ষিত ছাত্রদের মধ্যে বিভক্তি দেখা দেয় এবং তা সাম্প্রদায়িক রূপ নেয়।<ref name="Kenneth W. Jones">Religious Controversy in British India by Kenneth W. Jones, p124, {{আইএসবিএন|0-7914-0827-2}} [http://books.google.com/books?id=EmY9fsUTjwYC&pg=PA123&dq=hindi+urdu+controversy#PPA124,M1 Google book]</ref>
 
===হিন্দি ও উর্দু আন্দোলন===
{{Seeআরো alsoদেখুন|উর্দু আন্দোলন}}
১৮৬৭ সালে যুক্ত প্রদেশের কিছু হিন্দু [[উর্দু|উর্দুর]] স্থলে হিন্দিকে সরকারি ভাষার মর্যাদা দেয়ার দাবি জানায়।<ref name = "PK">[http://www.storyofpakistan.com/articletext.asp?artid=A133 Urdu-Hindi Controversy], from [http://www.storyofpakistan.com/ Story of Pakistan].</ref> বেনারসের বাবু শিব প্রসাদ ছিলেন নাগরির পৃষ্ঠপোষকদের অন্যতম। ১৮৬৮ সালে লিখিত ''মেমোরেন্ডাম অন কোর্ট ক্যারেক্টারস'' এ তিনি ভারতের মুসলিম শাসকদের বিরুদ্ধে ভারতীয়দের ফারসি শিখতে বাধ্য করার অভিযোগ করেন। ১৮৯৭ সালে [[মদন মোহন মালব্য]] ''কোর্ট ক্যারেক্টার এন্ড প্রাইমারি এডুকেশন ইন নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস এন্ড আওধ'' নামে কিছু দলিল ও বিবৃতির সংগ্রহ প্রকাশ করেন। এতে তিনি হিন্দির পক্ষে লেখেন।<ref name="Kenneth W. Jones"/><ref name="Ulrich Ammon, Marlis Hellinger">Status Change of Languages by Ulrich Ammon, Marlis Hellinger</ref>
 
৫৮ নং লাইন:
 
==স্বাধীনতা পরবর্তী অবস্থা==
১৯০০ সালের এপ্রিলে উত্তর পশ্চিম প্রদেশের ঔপনিবেশিক সরকার নাগরি ও [[ফার্সি লিপি|ফারসি-আরবি লিপি]] উভয়ের সমান সরকারি মর্যাদার আদেশ জারি করেন।<ref>{{বই উদ্ধৃতি |authorলেখক=Christopher R. King |titleশিরোনাম=One language, two scripts |yearবছর=1994 |publisherপ্রকাশক=Oxford University Press |pagesপাতাসমূহ=155 |chapterঅধ্যায়=Chapter V: The Hindi-Nagari movement |chapterurlঅধ্যায়ের-ইউআরএল=http://www.columbia.edu/itc/mealac/pritchett/00urduhindilinks/king/05_chapter.pdf |isbnআইএসবিএন=0-19-563565-5}}</ref> এই ফরমানের কারণে উর্দু সমর্থকরা প্রতিবাদ করে এবং হিন্দি সমর্থকরা উল্লসিত হয়। তবে এরপরও [[ফার্সি লিপি|ফারসি-আরবি লিপি]] এই অঞ্চলে স্বাধীনতার আগ পর্যন্ত প্রধান হিসেব টিকে থাকে।<ref name="Kenneth W. Jones"/>
 
[[চক্রবর্তী রাজাগোপালাচারী]] [[মাদ্রাজ প্রেসিডেন্সি|মাদ্রাজ প্রেসিডেন্সির]] মুখ্যমন্ত্রীর থাকার সময় মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে [[হিন্দুস্তানি ভাষা|হিন্দুস্তানিকে]] বাধ্যমূলক করেন তবে পরে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেয়া হয়।<ref name="indiatoday">{{সংবাদ উদ্ধৃতি|titleশিরোনাম=Tongue tied|urlইউআরএল=http://indiatoday.intoday.in/index.php?option=com_content&issueid=32&task=view&id=2692&acc=high|firstপ্রথমাংশ=A. R.|lastশেষাংশ=Venkatachalapathy|workকর্ম=[[India Today]]|dateতারিখ=December 20, 2007}}</ref> ১৯৬৫ সালে মাদ্রাজে হিন্দি বিরোধী আন্দোলন দেখা দেয়। [[বাল গঙ্গাধর তিলক]] জাতীয়তাবাদি আন্দোলনের আবশ্যক উপাদান হিসেবে [[দেবনাগরী লিপি|দেবনাগরী লিপির]] সমর্থন করেন। স্বাধীন ভারতে কংগ্রেস ও স্বাধীনতা আন্দোলনের নেতাদের সহায়তায় হিন্দি সরকারি ভাষা হিসেবে মর্যাদা লাভ করে। ধর্মীয় ও রাজনৈতিক নেতা, সমাজ সংস্কারক, লেখক, বুদ্ধিজীবীরা স্বাধীনতা আন্দোলনের সময় হিন্দিকে সমর্থন দেন। ১৯৫০ সালে ভারতের সংবিধান প্রণয়নের পর থেকে ইংরেজির পাশাপাশি হিন্দি সরকারি ভাষা হিসেবে গণ্য হয়।<ref name="Ulrich Ammon, Marlis Hellinger"/>
 
১৯৪৮ সালে পাকিস্তানে [[উর্দু|উর্দুকে]] রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। তবে [[পূর্ব পাকিস্তান|পূর্ব পাকিস্তানে]] উর্দুর পাশাপাশি [[বাংলা]] রাষ্ট্রভাষা করার [[বাংলা ভাষা আন্দোলন|দাবি]] জানানো হয়। ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পাশাপাশি বাংলা স্থান লাভ করে।