উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EditBangla (আলোচনা | অবদান)
→‎অক্টোবর 2018: প্রত্যুত্তর ও কৈফিয়ৎ তলব
৬৯৭ নং লাইন:
:{{উত্তর|NahidSultan}} অনেককেই দেখি না-জেনে মন্তব্য করতে। আমার আন্তরিক উপদেশ: বিশ্বকোষে অবদানের ক্ষেত্রে অজানা বিষয়ে লেখা বা মন্তব্য করা থেকে বিরত থাকুন। আলোচ্য ক্ষেত্রে “উইকিপিডিয়ায় মন্তব্যমূলক লেখা যুক্ত করা থেকে বিরত থাকুন” এই পরামর্শ অযাচিত, অপ্রাসঙ্গিক ও উইকিপিডিয়ার বিদ্যমান নীতির পরিপন্থী। আপনি এ যাবৎ কয়টি “মন্তব্যমূলক লেখা” অবলোপন করেছেন? আমার করা অবদান কোনো কারণ ছাড়া অবলোপনের দায়ে আপনি দোষী। এটি আপনি করেছেন সম্ভবতঃ দুটি কারণে। প্রথমত বিদ্বেষপ্রসূত তৎপরতা; দ্বিতীয়ত [[কুন্দন লাল সায়গল]] সম্পর্কে আপনি অনবহিত; তবে সামান্য গবেষণা করলে জনাতে পারতেন। আপনি এ ধরনের ‘ভ্যান্ডলাইজেশান’ আগেও করেছেন এবং আমি এ ব্যাপারে আপনাকে সচেতন করেছি। [[কুন্দন লাল সায়গল]] নিবন্ধে আমার কোনও নিজস্ব মৌলিক গবেষণামূলক অবদান ছিল না—তাহলে কেন এ ভিত্তিহীন অপবাদ? আপনি দয়া করে জানবেন যে, আপনি শাসক বা প্রশাসক যা-ই হয়ে থাকুন ভ্যাণ্ডালাইজেশান, বিনা কারণে বাস্তব-তথ্য অবলোপন ও ভিত্তিহীন অভিযোগ এনে অবদানকারীকে হেনস্তা তথা নিরুৎসাহিত করার অভিযোগে অপরাধী। এই ত্রুটিগুলি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে; ততক্ষণ পর্যন্ত অন্যের অবদান সম্পাদনা থেকে বিরত থাকাই শ্রেয়। স্মরণ করা যেতে পারে আপনাকে ইতোপূর্বে ‘রচনা’ ও ‘সম্পাদনা’ এ দুয়ের পার্থক্য সম্পর্কেও সচেতন করা হয়েছে। — [[ব্যবহারকারী:EditBangla|EditBangla]] ([[ব্যবহারকারী আলাপ:EditBangla|আলাপ]]) ১১:১৯, ২৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
:এডিটবাংলা, আপনি বিশ্বকোষে অবদান রাখছেন, এটি কোন ব্লগ নয় বা ফোরাম নয় যে, আপনার ইচ্ছামত বিভিন্ন নিবন্ধে মতামতমূলক লেখা লিখবেন বা কোন ব্যবহারকারী আপনার সাথে আলোচনা করতে গেলেই ব্যাঙ্গ করবেন বা আক্রমনাত্মক ভাষায় কথা বলবেন। এগুলো করার স্থান উইকিপিডিয়া নয়। এখন আপনি নীতিমালা না জেনে কিছু করলে আপনাকে অন্য ব্যবহারকারীরা এ বিষয়ে আপনাকে সতর্ক করবে, বুঝিয়ে বলবে- এটাই উইকিপিডিয়ার নিয়ম। আপনার সমস্যা হলো, কেউ আপনাকে বুঝিয়ে বললে আপনি মনে করেন আপনাকে জ্ঞান দেয়া হচ্ছে আবার কোন বিষয়ে সতর্ক করতে গেলেও বলেন মুরুব্বিয়ানা ফলানো হচ্ছে। আপনি কয়েকদিন হলো উইকিপিডিয়াতে অবদান রাখছেন কিন্তু প্রথম থেকেই আপনি যতবার বিভিন্ন আলোচনায় অংশ নিয়েছেন হোক সেটা কোন ব্যবহারকারীর সাথে বা অন্য কোন আলোচনা - সবগুলোতে আপনি আক্রমনাত্মক ভাষা বা ব্যাঙ্গাত্মক ভাষা ব্যবহার করেছেন। আপনাকে এ বিষয়ে অনেকবার বেশ কয়েকজন ব্যবহারকারী বলেছেনও। আপনি যদি [[উইকিপিডিয়া:শিষ্টাচার]] বা [[উইকিপিডিয়া:ভদ্রতা]] নীতিমালাগুলো বারবার বিভিন্নজন বলার পর মেনে উইকিপিডিয়াতে অবদান না রাখেন এবং আপনাকে কোন বিষয় সম্পর্কে বললে বরং আক্রমনাত্মক ভাষা ব্যবহার করা অব্যহত রাখেন সেক্ষেত্রে আপনাকে বাধা দেওয়া হতে পারে। এবার আসি, সর্বশেষ আপনার লেখা লাইনটি কেন নিবন্ধ থেকে বাদ দিয়েছি, [[কুন্দন লাল সায়গল]] নিবন্ধে আপনি লিখেছিলেন “কিন্তু তিনি গাওয়া গানগুলির জন্য কিংবদন্তী হয়ে আছেন।” যা সম্পূর্ণই একটি মন্তব্যমূলক লেখা যা আপনার ব্যক্তিগত মতামত। এটি বিশ্বকোষীয় নিরপেক্ষতা অবলম্বন করেনি। দয়া করে পড়ুন, [[WP:NOTFORUM]]। এখন এ বিষয়টি অাপনাকে বলা যাবে না বা এ ধরণের লেখা লেখলে এবং আপনাকে বললে সেটি মুরব্বিয়াানা ফলানো হবে মানে কি? আপনাকে বুঝানোর চেষ্টা করে আমি ক্লান্ত। তাই আবারও অনুরোধ করছি, দয়া করে নীতিমালা পড়ুন এবং তারপর অবদান রাখুন ভদ্রতার সহিত। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১৫:১৪, ২৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
*:: চমৎকার। ব্যক্তিগত ক্লান্তি অনেক সময় সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। আমি লিখেছিলাম: [[কুন্দন লাল সায়গল]] তাঁর গাওয়া গানগুলির জন্য কিংবদন্তী হয়ে আছেন।” — এটি তো আমার ব্যক্তিগত অভিমত নয়! এ কথার ১% যদি অসত্য বা অতিরঞ্জিত হয় আমি বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করা ছেড়ে দেব। আপনি সঙ্গীত জগতের সঙ্গে কারো সঙ্গে আলোচনা করুন বা প্রাসঙ্গিক একটি বই পড়ুন না কেন? সায়গল সম্পর্কে জানার চেষ্টা করুন। তাঁর সম্পর্কে জীবনীগ্রন্থ আছে, একটু পড়ুন না। তাঁর ছেলে বাবাকে নিয়ে জীবনীচিত্র নির্মাণ করেছেন, কষ্ট করে দেখুন না। আচ্ছা আপনার কি এটিও চোখে পড়েনি যে সায়গলের তথ্যছকে তাঁর প্রথম পরিচয় দেয়া হয়েছে গায়ক? এ কথাটি আমি ভূমিকাংশে যোগ করেছিলাম। আপনি তা গায়েব করে দিলেন কীসের ভিত্তিতে? অজ্ঞানতা ছাড়া আর কী কারণ থাকতে পারে নিবন্ধের ভূমিকাংশ থেকে ব্যক্তির প্রধান পরিচয় মুছে দেয়ার পেছনে? আপনি কি জানেন তাঁকে বলা হতো “সুর সম্রাট”? [[নওশাদ]] বা [[লতা মঙ্গেশকর]] সায়গলের গীত সম্পর্কে কী মন্তব্য করেছেন জানার চেষ্টা করুন না! তার সম্পর্কে [[মোহাম্মদ রফি]] সাহেবের গাওয়া গানটি শুনুন না! কঠিন কাজ তো নয়! তা হলে “তিনি তাঁর গাওয়া গানগুলির জন্য কিংবদন্তী হয়ে আছেন” এই ঐতিহাসিক সত্য মুছে ফেলার অপরাধে অপরাধী হতে হবে না। এহেন গর্হিত সম্পাদনা কি সম্পাদনা হিসেবে গণ্য নাকি অপকর্ম? সায়গলের বিষয়ে আমার সম্পাদনা সম্পূর্ণ অন্যায়ভাবে বাতিল করে অন্যের অবদান সম্পাদনার নৈতিক অধিকার হারিয়েছেন। অনুগ্রহপূর্বক এ কথাটি মনে রাখবেন। . . . আচ্ছা, আপনি যে প্রায়শঃ উইকিপিডিয়ায় আমার অবদানে বাধা দেয়ার হুংকার ছাড়ছেন এটির অধিকার আপনাকে কে কখন দিল জানতে পারি কি জনাব? এটি কোন্‌ প্রকারের শিষ্টাচার? অভিযোগ করেছেন, “আপনার ইচ্ছামত বিভিন্ন নিবন্ধে মতামতমূলক লেখা লিখছেন” — উদাহরণ দিন না একটা! আপনি লিখেছেন, “আপনি কয়েকদিন হলো উইকিপিডিয়াতে অবদান রাখছেন” — কোন্‌ শিষ্টাচার রীতি অনুসারে আপনি সম্পাদক হিসেবে আমার স্বল্পকালীন মেয়াদ নিয়ে খোঁচা দিতে পারেন? প্রশাসক, তাই? কাচের ঘরে বসে অন্যের প্রতি ঢিল ছোঁড়া বুদ্ধিমানের কাজ নাকি? — [[ব্যবহারকারী:EditBangla|EditBangla]] ([[ব্যবহারকারী আলাপ:EditBangla|আলাপ]]) ১৭:৪৪, ২৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)