গঙ্গা মৈয়া তোহে পিয়রী চঢ়ৈবো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আজিজ (আলোচনা | অবদান)
আজিজ (আলোচনা | অবদান)
২৬ নং লাইন:
}}
 
'''''গঙ্গা মৈয়া তোহে পিয়রী চঢ়ৈবো''''' কুন্দন কুমার [[চলচ্চিত্র পরিচালক|পরিচালিত]] ১৯৬৩ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত একটি [[ভোজপুরী ভাষা|ভোজপুরী]] চলচ্চিত্র। এটি ভোজপুরী ভাষাভাষায় নির্মিত সর্বপ্রথম চলচ্চিত্র এবং এতে অভিনয় করেন [[কুমকুম (অভিনেত্রী)|কুমকুম]], অশীম কুমার, ও [[নাজির হুসেন]]। চলচ্চিত্রটিতে সঙ্গীত প্রদান করেন [[চিত্রগুপ্ত শ্রীবাস্তব]], গীত রচনা করেন শৈলেন্দ্র এবং [[লতা মঙ্গেশকর]] ও [[মহম্মদ রফি]] নেপথ্য গায়ক ছিলেন।
 
''গঙ্গা মৈয়া তোহে পিয়রী চঢ়ৈবো'' ১৯৬৩ খ্রিস্টাব্দের ২২শে ফেব্রুয়ারি [[পাটনা]]র, বীনা সিনেমায় মুক্তি পায়। চলচ্চিত্রটি কুন্দন কুমার পরিচালনা করেন এবং বিশ্বনাথ প্রসাদ শাহাবাদী প্রযোজনা করেন, যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ [[রাজেন্দ্র প্রসাদ]]ের পরিচিত ছিলেন। চলচ্চিত্রটির প্রাথমিক নির্মাণব্যয় [[₹]]১৫০,০০০ ধরা হলেও নির্মাণকাজ শেষ করতে প্রায় ৫০০,০০০ টাকা খরচ হয়। মুক্তির পূর্বে রাজেন্দ্র প্রসাদের জন্য পাটনার সদাকত আশ্রমে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।<ref>{{সংবাদ উদ্ধৃতি |url=http://movies.ndtv.com/regional/first-bhojpuri-film-to-be-screened-during-bihar-divas-92406 | title=First Bhojpuri Film To Be Screened During Bihar Divas | publisher=NDTV/Indo-Asian News Service | date=17 March 2011 | accessdate=5 February 2018|language=en}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি | url=http://www.indianexpress.com/news/such-a-long-journey/558114 | title=Such a long journey | first=Jaskiran |last=Kapoor | date=23 December 2009 | newspaper=The Indian Express | accessdate=5 February 2018}}</ref>