গঙ্গা (দেবী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা দ্ব্যর্থতা নিরসন পাতায় সংযোগ
ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৯ নং লাইন:
 
একটি কাহিনি অনুযায়ী, পার্বতী তার গাত্রমল হতে [[গণেশ|গণেশের]] মূর্তি নির্মাণ করে তা গঙ্গায় নিমজ্জিত করলে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠিত হয়। এই কারণে মনে করা হয় গণেশের দুই জননী – পার্বতী ও গঙ্গা। গণেশের অপর নাম তাই ''দ্বৈমাতুর'' বা ''গাঙ্গেয়'' (গঙ্গাপুত্র)।<ref>Y. Krishan ({{IAST|Gaṇeśa}}:Unravelling an Enigma, p.6</ref>
 
[[ব্রহ্মবৈবর্ত পুরাণ]] অনুসারে, বিষ্ণুর তিন স্ত্রী ছিলেন – [[লক্ষ্মী]], গঙ্গা ও [[সরস্বতী (দেবী)|সরস্বতী]]। তারা সবসময় পরস্পর কলহ করতেন বলে বিষ্ণু লক্ষ্মীকে নিজের কাছে রেখে শিবকে গঙ্গা ও ব্রহ্মাকে সরস্বতী দান করেন।
 
হিন্দু মহাকাব্য [[মহাভারত]] অনুসারে, [[বশিষ্ঠ|বশিষ্ট]] কর্তৃক অভিশপ্ত ''বসুগণ'' গঙ্গাকে তাদের জননী হওয়ার জন্য অনুরোধ করেন। গঙ্গা রাজা [[শান্তনু|শান্তনুকে]] এই শর্তে পতিত্বে বরণ করেন যে, গঙ্গার কোনো কাজে রাজা বাধাস্বরূপ হবেন না। একে একে অষ্টবসুর সাত জন গঙ্গাগর্ভে জন্মগ্রহণ করেন এবং জন্মমাত্রেই গঙ্গা তাদের জলে নিমজ্জিত করে হত্যা করেন এবং তারা শাপমুক্ত হন। রাজা তাকে বাধা না দিলেও অষ্টম সন্তান জন্মের পর শান্তনু গঙ্গাকে বাধা দিতে বাধ্য হন। এই কারণে গঙ্গার অষ্টম সন্তানটি জীবিত রয়ে যান। এই ব্যক্তিই মহাকাব্যের সর্বজনশ্রদ্ধেয় চরিত্র [[ভীষ্ম]]।