বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৮৭ নং লাইন:
:@[[ব্যবহারকারী:খাত্তাব হাসান|খাত্তাব হাসান]], নিবন্ধে ভারসাম্যহীন ঊর্ধ্বকমা (অ্যাপস্ট্রফি) থাকলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে এটি যোগ করে। ভারসাম্যহীন ঊর্ধ্বকমা ঠিক না করে এটি সর্বদা সরানো ঠিক হবে না কিনা আমি জানি না।
:@[[ব্যবহারকারী:Ahmad Kanik|Ahmad Kanik]], এই কাজটি আপনার বট করতে পারবে কিনা দেখুন। করতে পারলে আমি সাথে আরেকটা যোগ করি। অনূদিত অনেক নিবন্ধে <ref ট্যাগের আগে ফাঁকাস্থান রয়ে যায়। ফলে লেখা এমন আসে: <code>... ছিলেন।{{আলোকপাত|&nbsp;}}<sup>[১]{{আলোকপাত|&nbsp;}}[২]</sup></code> অথচ সঠিক হবে: <code>... ছিলেন।<sup>[১][২]</sup></code> (দাড়ির পর ও [১]-এর মাঝে কোন ফাঁক থাকবে না। একইভাবে [১] [২]-এর মাঝে)। যদি করেন, সম্পাদনা দ্বন্দ্ব এড়াতে সাথে সাথে না করে কয়েকদিন অপেক্ষা করে বটের ঐ নিবন্ধে সম্পাদনা করা উচিত হবে। [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান#top|আলাপ]]) ১৬:৪৬, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)
 
::আমার ব্যস্ততা আরো একমাস থাকতে পারে। এসময় বটের নতুন কাজ হয়তো করতে পারব না। তবে আমি বার্তা ও উল্লেখের ইমেইল পাই এবং সেগুলোর উত্তর দিব এবং ছোটখাটো পরিবর্তন করতে পারব। উল্লেখ করা কাজটি করতে বট সাম্প্রতিক পরিবর্তনের নিবন্ধগুলো যেয়ে লেখা প্রতিস্থাপন করে সংরক্ষণ করলে হবে। কিন্তু প্রতিস্থাপনের রেজেক্স নির্ভুল হতে হবে যেন যেখানে nowiki ইচ্ছাকৃত রাখা হয়েছে সেটাও প্রতিস্থাপন না করে ফেলে। আমি এই রেজেক্সের ব্যাপারে নিশ্চিত নই। তাই অন্যকেউ করলে ভাল হয়, নাহলে যখন ব্যস্ততা থাকবেনা, তখন চেষ্টা করে দেখব। &#8212; <span title="Ahmad Kanik" style="font-variant:small-caps;color:#506070">AKanik</span> [[User talk:Ahmad Kanik|&#128172;]] ১৭:৪০, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)