বিমানবন্দর থানা, সিলেট
সিলেট জেলার একটি মেট্রোপলিটন থানা
বিমানবন্দর বাংলাদেশের সিলেট জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন।
বিমানবন্দর | |
---|---|
মেট্রোপলিটন থানা | |
বিমানবন্দর থানা | |
বাংলাদেশে বিমানবন্দর থানা, সিলেটের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৮′১৬″ উত্তর ৯১°৫৩′১৪″ পূর্ব / ২৪.৯৭১১১° উত্তর ৯১.৮৮৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
শহর | সিলেট |
প্রতিষ্ঠাকাল | ১১ আগস্ট, ২০১১ |
আয়তন | |
• মোট | ১১০.৫৯ বর্গকিমি (৪২.৭০ বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩১০১ |
আয়তন
সম্পাদনাবিমানবন্দর থানার মোট আয়তন ১১০.৫৯ বর্গ কিলোমিটার।[১]
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা২০১১ সালের ১১ আগস্ট বিমানবন্দর থানা গঠিত হয়।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসিলেট সিটি কর্পোরেশনের উত্তরাংশে বিমানবন্দর থানার অবস্থান। এর পশ্চিমে জালালাবাদ থানা, দক্ষিণে কোতোয়ালী থানা ও শাহপরাণ থানা, পূর্বে জৈন্তাপুর উপজেলা এবং উত্তরে গোয়াইনঘাট উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাবিমানবন্দর থানার আওতাধীন সিলেট সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "বিমান বন্দর থানা (সিলেট মেট্রোপলিটন) - বাংলাপিডিয়া"। banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২০।