বিভূতিভূষণ সেন
বিভূতিভূষণ সেন (১ মার্চ, ১৮৯৭ – ১৩ ডিসেম্বর, ১৯৭৬) একজন বাঙালি গণিতবিদ ও অধ্যাপক।
অবদান
সম্পাদনাবিভূতিভূষণ সেন নয়াপাড়া চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। গণিতের খ্যাতনামা অধ্যাপক হিসাবে হুগলী মহসিন কলেজ, কৃষ্ণনগর সরকারী কলেজ[১] ও প্রেসিডেন্সী কলেজে অধ্যক্ষতা করেছেন। সরকারী কাজে অবসর গ্রহণের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রধান রূপে যোগ দেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়িয়েছেন।[২] থিয়োরি অব ইলেকট্রিসিটি সম্বন্ধে তাঁর গবেষণা আন্তর্জাতিক খ্যাতি লাভ করে। ১৯৫২ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের গণিত শাখার সভাপতি হন তিনি। ক্যালকাটা ম্যাথমেটিকাল সোসাইটির আমৃত্যু সভাপতি ছিলেন বিভূতিভূষণ সেন।[৩]
রচিত গ্রন্থ
সম্পাদনা- A Treatise on special Functions
- A Treatise on Laplace Transforms
- A Treatise on Numrical Analysis
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Tagore, Rabindranath (১৯৮৬)। Rabīndra-racanāra Rabīndra-byākhyā। Bāṃlā Ekāḍemī।
- ↑ Saikia, Manjil (২০১২-০৭-৩১)। "শিৱেন্দ্ৰ-স্মৰণ - Gonit Sora (গণিত চ'ৰা)"। Gonit Sora (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮।
- ↑ বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ, প্রথম খন্ড (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৩৫২। আইএসবিএন 978-8179551356।