ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সংস্থা
ভারতীয় বিজ্ঞান সংগঠন
ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সংস্থা বা আইএসসিএ ১৯১৪ সালে কলকাতায় গঠিত হয়। এর প্রধান কার্যালায় কলকাতায় অবস্থিত।প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন বসে ভারত এর বিভিন্ন শহরে। এর প্রথম অধিবেশন হয় কলকাতায় ১৯১৪ সালে। এই সংস্থা ভারতের বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় উৎসাহ দিয়ে আসে। ২০১৩ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস এর ১০০তম অধিবেশন বসে কলকাতায়।
গঠিত | ১৯১৪ |
---|---|
সদরদপ্তর | কলকাতা,পশ্চিমবঙ্গ,ভারত |
সদস্যপদ | ৩০,০০০ |
ওয়েবসাইট | [১] |
তথ্যসূত্র
সম্পাদনা- Indian Science Congress,Kolkata 2013[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Indian Science Congress.