বিবেকোদয়ম
বিবেকোদয়ম হল একটি মালয়ালম সাহিত্য পত্রিকা। এটি ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়। পত্রিকাটি ব্রিটিশ ভারতের কেরল রাজ্যের অনগ্রসর জাতিগুলির (বিশেষত অস্পৃশ্য বলে গণ্য এজহাভা উপজাতির) মুখপত্র হিসেবে প্রকাশিত হয়। এই পত্রিকার প্রতিষ্ঠাতা কুমারন আসন ছিলেন একজন কবি, সমাজ সংস্কারক, নারায়ণ গুরুর শিষ্য এবং এসএনডিপি যোগমের প্রতিষ্ঠাতা-সচিব। তিনি স্বামী বিবেকানন্দের শিক্ষায় অনুপ্রাণিত হয়েছিলেন। পত্রিকাটির নামও বিবেকানন্দের স্মৃতিতে রাখা হয়।)[১][২][৩]
প্রতিষ্ঠাতা | কুমারন আসন |
---|---|
প্রথম প্রকাশ | ১৯০৪ |
ভাষা | মালয়ালম |
ইতিহাস
সম্পাদনা১৯০৪ সালের এপ্রিল মাসে বিবেকোদয়ম চালু হয় একটি মাসিক পত্রিকা হিসেবে। এর প্রথম সম্পাদক ছিলেন কুমারন আসন। শীঘ্রই এটি কেরলের অগ্রণী সাহিত্য পত্রিকায় পরিণত হয়। আসনের সম্পাদনায় এটি মুখ্যত এসএনডিপি যোগমের সমাজ সংস্কারকমূলক বার্তার একটি মুখপত্র হিসেবে প্রকাশিত হত। সেই সময় থেকেই এতে রাজনৈতিক রচনা, সামাজিক বিষয়ভিত্তিক রচনা, মৌলিক সাহিত্যকর্ম, সাহিত্য সমালোচনা, তথ্যমূলক রচনা ও অনুপ্রেরণামূলক রচনা প্রকাশিত হত। এজহাভা সম্প্রদায়ের স্বপক্ষে সোচ্চার থাকার জন্য এটিকে সাধারণ্যে এজহাভা গেজেট-ও বলা হত। ১৯১৯ সাল পর্যন্ত আসন এই পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর তাঁর বিবাহের পর তিনি এই পত্রিকা সম্পাদনার কাজ থেকে ইস্তফা দেন।[৪][৩]
কয়েকবছর অপ্রকাশিত অবস্থায় থাকার পর সি. আর. কেশবন বৈদ্যর এটিকে আবার প্রকাশ করেন।[৫] এখন এই পত্রিকাটি একটি পাক্ষিক পত্রিকার আকারে কুমারন আসন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কালচার কর্তৃক প্রকাশিত হয়। উক্ত সংস্থাটি ১৯৫৮ সালে কুমারন আসনের স্মৃতিরক্ষা ও রচনাবলি সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল।[৬]
পাদটীকা
সম্পাদনা- ↑ George 1972, পৃ. 22।
- ↑ Das 1991, পৃ. 257।
- ↑ ক খ Sadasivan 2000, পৃ. 600।
- ↑ George 1972, পৃ. 22,66–67।
- ↑ Kesavan 1988, পৃ. 19।
- ↑ "Publications"। Kumaran Asan National Institute of Culture। ১৮ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৩।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- George, K. M. (১৯৭২)। Makers of Indian literature. Kumaran Asan। New Delhi, India: Sahitya Akademi।
- Das, Sisir Kumar (১৯৯১)। A History of Indian Literature: Western impact: Indian response, 1800–1910। Sahitya Akademi। আইএসবিএন 978-81-7201-006-5।
- Sadasivan, S.N. (২০০০)। A Social History of India। APH Publishing। আইএসবিএন 978-81-7648-170-0।
- Kesavan, Bellary Shamanna (১৯৮৮)। History of Printing and Publishing in India: A Story of Cultural Re-awakening (Vol. 2)।