নারায়ণ গুরু
ভারতীয় সমাজ সংস্কারক
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(মে ২০২০) |
নারায়ণ গুরু (১৮৫৪-১৯২৮) ছিলেন ভারতের একজন হিন্দু সাধু এবং সমাজ সংস্কারক। তিনি শ্রী নারায়ণ গুরু স্বামী নামেও পরিচিত। তিনি তার সময়ে কেরালায় সংস্কারমূলক আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি আধ্যাত্মিক মুক্তির ও সামাজিক সমতার নতুন মূল্যবোধ বর্ধিতকরণে অবদান রাখেন।[১] তিনি বেদান্ত দর্শনের মূল বক্তব্যকে সরলভাবে কবিতার আকারে লিপিবদ্ধ করেছেন। তাঁর রচনার মধ্যে দর্শনমালা, আত্মোপদেশ শতকম্, অদ্বৈত দীপিকা, অরিভু প্রভৃতি উল্লেখযোগ্য। সাম্প্রতিককালে শ্রী নারায়ণ গুরুর দর্শন: একটি সংক্ষিপ্ত পরিক্রমা, বাপী মজুমদার শিরোনামে বাংলা ভাষায় একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। দর্শনমালা গ্রন্থের ব্যাখ্যাও খুব দ্রুত প্রকাশিত হতে চলেছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Smith, Bardwell L. (১৯৭৬)। Religion and social conflict in South Asia। International studies in sociology and social anthropology। 22। BRILL। পৃষ্ঠা 35–39। আইএসবিএন 978-90-04-04510-1।