বিনোদ ঘোষাল

যুব পুরস্কার প্রাপ্ত বাঙালি সাহিত্যিক।

বিনোদ ঘোষাল (জন্ম: ২৮ ফেব্রুয়ারি ১৯৭৬ কোন্নগর, হুগলি) সাহিত্য অকাদেমি যুব পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক।[১]

বিনোদ ঘোষাল
জন্ম২৮ ফেব্রুয়ারি ১৯৭৬
কোন্নগর
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
মাতৃশিক্ষায়তনকোন্নগর
পেশাকথাসাহিত্যিক
কর্মজীবন২০০৩ - বর্তমান
পরিচিতির কারণসাহিত্যচর্চা
পিতা-মাতাকৃষ্ণ গোপাল ঘোষাল (পিতা), অর্চনা ঘোষাল (মাতা)
পুরস্কারসাহিত্য একাডেমি যুব পুরস্কার, সোমেন চন্দ স্মৃতি পুরস্কার পূর্বভারত পুরস্কার, মিত্র ও ঘোষ স্মৃতি পুরস্কার,বিজন ভট্টাচার্য স্মৃতি সম্মান, শৈলজানন্দ পুরস্কার।

সাহিত্য কর্ম সম্পাদনা

বিনোদ ঘোষালের জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরে নবগ্রাম গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। পিতার নাম কৃষ্ণ গোপাল ঘোষাল ও মাতা অর্চনা ঘোষাল। ছোট থেকে মাঠ-ঘাট পুকুর, জঙ্গল প্রকৃতির সঙ্গে বড় হয়ে ওঠা। পিতা ছিলেন পরম বৈষ্ণব, শ্রীকৃষ্ণ- চৈতন্য অন্তপ্রাণ। বাড়িতে অনুভবী পিতার সাহচর্য তাকে খুব অল্পবয়স হতেই শিল্প-সাহিত্যের প্রতি আকৃষ্ট করে তোলে। ছবি আঁকা, এবং অভিনয় ছিল তার জন্মগত প্রতিভা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পিতা গত হবার পর অল্প বয়েসেই সংসারের হাল ধরতে কর্মজীবনের শুরু। কিন্তু কোনও চাকরিতেই মন বসেনি। কখনও প্রাইভেট টিউটর, কখনও বড়বাজারের গদিতে খাতা লেখা লেখা, বিস্কুট কারখানায় সুপারভাইজারি, শিল্পপতির বাড়ির বাজারসরকার আবার কখনও কর্পোরেট হাউজে এ্যাকাউন্টেন্ট, সংবাদপত্রে সাংবাদিকতা। এইসবের পাশাপাশি চলছিল সাহিত্যচর্চ্চা। অর্থরোজগারের জন্য বহু বিচিত্র কাজে জড়িয়ে পড়ার পর সব ছেড়ে দিয়ে অবশেষে তিনি লেখালেখিকেই একমাত্র পেশা হিসেবে গ্রহণ করেছেন। ছোটগল্প, উপন্যাস, ফিচার, নাটক, চলচ্চিত্র সমালোচনা তার লেখালেখির বিষয়। দেশ পত্রিকাতে বিনোদ ঘোষালের লেখা প্রথম গল্প একটু জীবনের বর্ণনা প্রকাশিত হয় ২০০৩ সালে।[২] গল্পটি পাঠকমহলে বিশেষ সাড়া ফেলে। তারপর থেকে তিনি নিয়মিত লেখালেখি শুরু করেন।[৩] মাঝরাস্তায় কয়েকজন তার রচিত প্রথম উপন্যাস প্রকাশিত হয় ২০১৩ সালে।[৪] তার লেখা একাধিক ছোটগল্পের নাট্যরূপ মঞ্চে ও বেতারে উপস্থাপিত হয়েছে। তার উপন্যাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র। একাধিক ভাষায় অনুদিত হয়েছে তার ছোট গল্প। কাজী নজরুল ইসলামের সমগ্র জীবনকে ভিত্তি করে লেখা তার দীর্ঘ উপন্যাস কে বাজায় বাঁশি একটি উল্লেখযোগ্য কাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে।[৫][৬][৭]

পুরস্কার ও সম্মান সম্পাদনা

বিনোদ ঘোষাল ২০১১ সালে তার ডানাওলা মানুষ গল্প গ্রন্থের জন্য পেয়েছেন কেন্দ্রীয় সাহিত্য একাডেমি যুব পুরস্কার।[৮][৯] ২০১৪ সালে তিনি নতুন গল্প ২৫[১০][১১] বইটির জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সোমেন চন্দ স্মৃতি পুরস্কার পান।[১২] এছাড়াও তিনি পূর্বভারত পুরস্কার, মিত্র ও ঘোষ স্মৃতি পুরস্কার, বিজন ভট্টাচার্য স্মৃতি সম্মান, শৈলজানন্দ পুরস্কারে সম্মানীত হয়েছেন। সানডে টাইমস কলকাতার পক্ষ হতে মাননীয় রাজ্যপালের কাছ থেকে 'সেরা সাহিত্যিক ২০২০' সম্মান লাভ করেছেন। দেশের বহু জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাহিত্য উৎসবে বাঙালি লেখক প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।[১] ২০১৬ সালে তিনি মাননীয় ভারতের রাষ্ট্রপতি আমন্ত্রণে রাষ্ট্রপতিভবনে 'রাইটার্স ইন রেসিডেন্স প্রোগ্রামে' যোগদান করেন। অর্জন করেছেন ভারতের সংস্কৃতি মন্ত্রকের ফেলোশিপ।[৩][১৩]

গ্রন্থতালিকা সম্পাদনা

  • কে বাজায় বাঁশি (১ম ২য় ৩য় পর্ব)
  • ভয় পেলেন অভয়চরণ
  • গভীর জালের রহস্য
  • যেদিন ভেসে গেছে
  • কালো গল্প
  • আশ্চর্য মানুষ
  • ডানাওলা মানুষ
  • লকআপ কিংবা রূপকথার গল্প
  • মাঝরাস্তায় কয়েকজন
  • এই সব আসা যাওয়া
  • নতুন গল্প ২৫
  • রাস্তার মেয়ে
  • প্রাণের পরে
  • গোপাল ভাঁড় Y2K
  • বৃষ্টি পড়ার আগে
  • গল্প না
  • বাংলা সাহিত্যের দশদিক
  • পারো নদীর পাড়ে
  • কৃত্তিবাস রহস্য
  • রূপনগরের পিশাচিনী
  • দুই নারী এক জীবন
  • তোমায় ভালবেসে
  • সুপারম্যানের পিতা
  • কাল ভৈরবের ঘাট
  • বিনোদ অন টুকটাক
  • মৃন্ময়ী
  • একটি সাহসী দৃশ্য
  • চিনার গাছের ছায়া
  • বারুদ বসন্তের দিন
  • প্রেমে পড়া ১২ণ
  • বর্ষণের GUN
  • দগ্ধজাতক
  • শিবুদা ( ১ম ও ২য়)
  • খাদের ধারে দুজন
  • দুখুমিয়ার ভুবন
  • বাতাসি গ্রামের বিপদ
  • দ্বৈরথ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলানিউজে বিনোদ ঘোষালের ধারাবাহিক উপন্যাস"banglanews24.com। ২০১৬-০৪-০২। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৭ 
  2. "গল্পপাঠ সাইট"। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৮ 
  3. Desk, Magazine। "ভাল লেখার জন্মটা অ্যাক্সিডেন্ট, ফরমায়েশের সঙ্গে কোনও সম্পর্ক নেই : বিনোদ ঘোষাল | Kolkata24x7 Magazine" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০ 
  4. Ghoshāla, Binoda,। Mājharāstāẏa kaẏekajana। Kalakātā। আইএসবিএন 978-81-8374-187-3ওসিএলসি 869314531 
  5. Ghoshāla, Binoda, 1976-। Ke bājāẏa bām̐śi। Kalakātā। আইএসবিএন 978-93-5020-299-9ওসিএলসি 1097567403 
  6. "কে বাজায় বাঁশি"www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৯ 
  7. Ghoshal, Binod; Bookmakers, The (২০১৮-০৫-২৫)। KE BAJAYE BANSHI (ইংরেজি ভাষায়)। Mitra and Ghosh। 
  8. Bureau, B. C. A.। "Sahitya Akademi Yuva Puraskar" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০ 
  9. "Binod Ghoshal"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০ 
  10. "বেস্টসেলার - Anandabazar"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৯ 
  11. "নতুন গল্প ২৫"www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৯ 
  12. "~:: WB SCL ::~"www.wbpublibnet.gov.in। ২০১৮-১০-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৯ 
  13. Indiablooms। "Rashtrapati Bhavan house of the people of India, says President | Indiablooms - First Portal on Digital News Management"Indiablooms.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০