বিনোদপুর কলেজ
বিনোদপুর কলেজ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বিনোদপুর ইউনিয়নে অবস্থিত ।
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১৯৮৬ |
অধ্যক্ষ | মহাঃ সেফাউর রহমান |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৭৮+ |
শিক্ষার্থী | ১২২৯+[১] |
ঠিকানা | লছমানপুর, বিনোদপুর-কানসাট রোড, বিনোদপুর, ৬৩৪২ , , |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www.bdcsc.edu.bd |
ইতিহাস ও প্রতিষ্ঠার পটভূমি
সম্পাদনাচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন ৮নং বিনোদপুর উনিয়নের অর্ন্তগত লছমানপুর গ্রামে বিনোদপুর কলেজ অবস্থিত। এই কলেজ ১৯৮৬ সালে স্থাপিত হয়।
অবকাঠামো
সম্পাদনা২.৭৯ একর জমির উপর ২টি পাঁকা ভবন, ২ টি দ্বীতল ভবন এবং ২টি টিন সেট ভবন নিয়ে মূল কলেজটি অবস্থিত। কলেজের চারপাশে আমবাগান এবং পাঁকা সড়ক রয়েছে।
গ্রন্থাগার
সম্পাদনাবিনোদপুর কলেজ লাইব্রেরীতে অনেক দূর্লভ বই, গেজেট, এনসাইক্লোপিডিয়া এবং পাণ্ডুলিপি রয়েছে।[২]
শিক্ষক-শিক্ষার্থী
সম্পাদনাবর্তমানে বিনোদপুর কলেজে সর্বমোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১,২২৯ জন । এই প্রতিষ্ঠানে ১৫ জন সহকারী অধ্যাপক ও ৩৫ জন প্রভাষক সমন্বয়ে শিক্ষা পরিষদ বিদ্যমান।
কোর্সসমূহ
সম্পাদনাকলেজে চলমান কোর্সসমূহ হচ্ছেঃ[৩]
- এইচ.এস.সি - বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, বাণিজ্য বিভাগ।
- স্নাতক (পাশ) কোর্স - বি.এ., বি.এস.এস., বি.বি.এস.।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://bdcsc.edu.bd এক নজরে বিনোদপুর কলেজ
- ↑ http://bdcsc.edu.bd/library[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Library Section, Binodpur College
- ↑ http://bdcsc.edu.bd/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মার্চ ২০১৬ তারিখে কোর্সসমূহ