বিনোদপুর কলেজ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বিনোদপুর ইউনিয়নে অবস্থিত ।

বিনোদপুর কলেজ
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১৯৮৬
ইআইআইএন১২৪৭৪৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমহাঃ সেফাউর রহমান
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৭৮+
শিক্ষার্থী১২২৯+[]
ঠিকানা
লছমানপুর, বিনোদপুর-কানসাট রোড, বিনোদপুর, ৬৩৪২
, ,
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.bdcsc.edu.bd
মানচিত্র

ইতিহাস ও প্রতিষ্ঠার পটভূমি

সম্পাদনা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন ৮নং বিনোদপুর উনিয়নের অর্ন্তগত লছমানপুর গ্রামে বিনোদপুর কলেজ অবস্থিত। এই কলেজ ১৯৮৬ সালে স্থাপিত হয়।

অবকাঠামো

সম্পাদনা

২.৭৯ একর জমির উপর ২টি পাঁকা ভবন, ২ টি দ্বীতল ভবন এবং ২টি টিন সেট ভবন নিয়ে মূল কলেজটি অবস্থিত। কলেজের চারপাশে আমবাগান এবং পাঁকা সড়ক রয়েছে।

গ্রন্থাগার

সম্পাদনা

বিনোদপুর কলেজ লাইব্রেরীতে অনেক দূর্লভ বই, গেজেট, এনসাইক্লোপিডিয়া এবং পাণ্ডুলিপি রয়েছে।[]

শিক্ষক-শিক্ষার্থী

সম্পাদনা

বর্তমানে বিনোদপুর কলেজে সর্বমোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১,২২৯ জন । এই প্রতিষ্ঠানে ১৫ জন সহকারী অধ্যাপক ও ৩৫ জন প্রভাষক সমন্বয়ে শিক্ষা পরিষদ বিদ্যমান।

কোর্সসমূহ

সম্পাদনা

কলেজে চলমান কোর্সসমূহ হচ্ছেঃ[]

  • এইচ.এস.সি - বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, বাণিজ্য বিভাগ।
  • স্নাতক (পাশ) কোর্স - বি.এ., বি.এস.এস., বি.বি.এস.।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://bdcsc.edu.bd এক নজরে বিনোদপুর কলেজ
  2. http://bdcsc.edu.bd/library[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Library Section, Binodpur College
  3. http://bdcsc.edu.bd/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মার্চ ২০১৬ তারিখে কোর্সসমূহ