বিনোদপুর ইউনিয়ন, শরীয়তপুর সদর
বিনোদপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
বিনোদপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বিনোদপুর ইউনিয়ন, শরীয়তপুর সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০৮′ উত্তর ৯০°১৩′ পূর্ব / ২৩.১৩° উত্তর ৯০.২১° পূর্বস্থানাঙ্ক: ২৩°০৮′ উত্তর ৯০°১৩′ পূর্ব / ২৩.১৩° উত্তর ৯০.২১° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | শরীয়তপুর জেলা |
উপজেলা | শরীয়তপুর সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
সীমানাসম্পাদনা
পূর্বে ডোমসার ও তুলাসার ইউনিয়নের অংশ বিশেষ। পশ্চিমে মাহমুদপুর ও চন্দ্রপুর ইউনিয়ন। উত্তরে চিকন্দি ইউনিয়ন এবং দক্ষিণে তুলাসার ইউনিয়নের অংশ বিশেষ।
ইতিহাসসম্পাদনা
যতটুকু জানা যায়, বিনোদ চন্দ এর নামেই বিনোদপুর নাম করন করা হয়। পূর্বে যারা বিনোদপুরের নাম উজ্জল করেছেন তারা হলেন হোসন মাদবর (মুন্সী) যাকে সবাই হোসেন মাদবর হিসাবে চিনে। ব্রিটিশ আমলে তার বিরুদ্ধে এসডিও জাহাজ টেনে উঠার মামলা হয় ক্যালকাটায় সেই মামলায় তিনি জিতে আসেন। যাহা ছিল একটি বিখ্যাত মামলা। এই ঘটনাটি তখন আলোড়ন সৃষ্টি করেছিল।
আয়তন ও জনসংখ্যাসম্পাদনা
শিক্ষাসম্পাদনা
শিক্ষার হার: 45% শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর ইউনিয়ন পাবলিক উচ্চ বিদ্যালয়
দর্শনীয় স্থানসম্পাদনা
উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা
১. মো. সেলিম মিয়া (জেলা ও দায়রা জজ)
২. সরদার একেএম নাসির উদ্দিন কালু (সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ)
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "বিনোদপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০।
- ↑ "শরীয়তপুর সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |