বিদ্বান (ভারতীয় দর্শন)

বিদ্বান (সংস্কৃত: विद्वान्) বলতে ভারতীয় দর্শনে বেদান্তের বিশেষজ্ঞকে বোঝায়।[১] বিদ্বান হল এমন একজন ব্যক্তি যার বিশেষ বিজ্ঞান বা শিল্পের বিদ্যা (জ্ঞান) আছে। বিদ্বান পুরুষালি রূপ, মহিলাদের জন্য ব্যবহৃত হয় বিদুষী। সাধারণ মানুষের পরিভাষায় বিদ্বানকে ডক্টরেট হিসেবেও উল্লেখ করা যেতে পারে।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sri Samkara’s Vivekacudamani। Bharatiya Vidya Bhavan। পৃষ্ঠা 189। 
  2. Definition of Vidwan