বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (ভারত)

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক হল ভারত সরকারের একটি মন্ত্রক যা ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত নিয়ম ও প্রবিধান এবং আইন প্রণয়ন ও প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
Ministry of Science and Technology
Ministry of Science and Technology India.svg
Central রূপরেখা
গঠিতMay 1971
অধিক্ষেত্র India
সদর দপ্তররফি আহমেদ কিদোয়াই মার্গ, রাজেন্দর নগর পার্ট 2, সংসদ মার্গ এলাকা, নতুন দিল্লি, দিল্লি ১১০০০১
বার্ষিক বাজেট12 billion US dollar (2019)
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
  • ডাঃ জিতেন্দ্র সিং[১]
Central নির্বাহী
ওয়েবসাইটmost.gov.in

সংস্থাসমূহসম্পাদনা

বায়োটেকনোলজি বিভাগসম্পাদনা

বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগসম্পাদনা

  • প্রযুক্তি প্রচার, উন্নয়ন ও ব্যবহার কর্মসূচি
  • সরকারি খাতের উদ্যোগ
  • এশিয়ান অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সফার অফ টেকনোলজি

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসম্পাদনা

  • কনসালটেন্সি ডেভেলপমেন্ট সেন্টার
  • বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ - ১৯৪২ সালের সেপ্টেম্বরে একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল যা ভারতের বৃহত্তম গবেষণা ও উন্নয়ন সংস্থা হিসাবে আবির্ভূত হয়েছে ।সিভি রমন , লেফটেন্যান্ট কর্নেল সেমুর সেওয়েল এবং জেসি ঘোষের মতো বিশিষ্ট নাগরিকরা এই বৈজ্ঞানিক গবেষণার উপদেষ্টা বোর্ড গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন । এর অধীনে গবেষণাগারসমূহ হলো ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা, জাতীয় মহাকাশ গবেষণাগার, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এবং সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগসম্পাদনা

মন্ত্রীদের তালিকাসম্পাদনা

দীর্ঘকালের মন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইন্দিরা গান্ধী, পি. ভি. নরসিংহ রাও, মুরলি মনোহর জোশী, আইনজীবী কপিল সিব্বল এবং ডাঃ হর্ষ বর্ধন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Meet the Minister" 

বহিঃসংযোগসম্পাদনা