বিজয়ের সমাধি একটি প্রাচীন স্মৃতিস্তম্ভ।এটি শ্রীলংকার পান্ডুওয়ানুওয়ারা ডিএসের মাদাগামা কান্ডার পাহাড়ে অবস্থিত। স্মৃতিস্তম্ভের  স্তূপ আকৃতির বৃত্তাকার কাঠামো রয়েছে ।এটিকে ঐতিহ্যগতভাবে শ্রীলংকার প্রথম রেকর্ডকৃত রাজা রাজকুমার বিজয় (৫৪৩-৫০৫ খ্রি .পূ) এর সমাধি বলে মনে করা হয়। প্রাচীন রাজ্য পান্ডুওয়ানুভুরার  প্রায় ৬ কিমি (৩.৭ মা) দক্ষিণ-পূর্বে মাদাগামা কান্ডার  পাহাড় । এটি  দুটি ঐতিহাসিক মন্দির  নিকসালা অরণ্য সেনসানয়া ও ক্যান্ডে মেদগামা রাজা মহা বিহার দ্বারা বেষ্টিত। ২০০৭ সালে স্মৃতিস্তম্ভটিকে সরকার আনুষ্ঠানিকভাবে   শ্রীলংকার সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থল  হিসেবে স্বীকৃতি দেয়।[১]

বিজয়ের সমাধি
විජය සොහොන
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থারক্ষিত
স্থাপত্য রীতিসমাধি
অবস্থানমেদাগামা কান্ডা
ঠিকানাকান্ডুবোদা,মোরাগেন
দেশশ্রীলঙ্কা
স্থানাঙ্ক০৭°৩৪′২৭.৩″ উত্তর ৮০°০৭′৩৮.৫″ পূর্ব / ৭.৫৭৪২৫০° উত্তর ৮০.১২৭৩৬১° পূর্ব / 7.574250; 80.127361
উপাধিঅার্কেওলজিক্যাল সুরক্ষিত সৌধ (৬জুলাই ২০০৭)

এই সাইটটি একটি  ধ্বংসাবশেষ।এটা শ্রীলঙ্কার প্রত্নতাত্ত্বিক বিভাগ আগে  খুঁজে পায়  নি। উৎখননের সময়, প্রত্নতত্ত্ববিদরা  কাঠামোর ভিতরে কিছু ভস্ম পায় । তার  রেডিওকার্বন ডেটিং  ফলাফল অনুযায়ী তারা যে ছাই পেয়েছে তার বয়স প্রায় ২,৫০০-২,৬০০ বছর ।[তথ্যসূত্র প্রয়োজন] ১৯৮৬ সালে প্রত্নতাত্ত্বিক বিভাগের সংরক্ষিত এই কাঠামোকে  একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে । তাদের তদন্তে জানা যায় যে, বর্তমান  স্মৃতিস্তম্ভের ইট ১০ম শতাব্দীর।কারণ স্মৃতিস্তম্ভের  ইটে  ১০ম শতাব্দীর সিংহল লিপি আছে ।[২]

তথ্য় সূত্র সম্পাদনা

  1. Gazette 1505 6 July 2007, পৃ. 8।
  2. Wijesekera, Nandadeva (১৯৯০)। Archaeological Department Centenary (1890-1990): History of the Department of Archaeology (ইংরেজি ভাষায়)। Commissioner of Archaeology, 1990। পৃষ্ঠা 178। 

বহিঃসংযোগ সম্পাদনা

Wijesekera, Nandadeva (১৯৯০)। Archaeological Department Centenary (1890-1990): History of the Department of Archaeology (ইংরেজি ভাষায়)। Commissioner of Archaeology, 1990। পৃষ্ঠা 178। 

Wijesekera, Nandadeva (১৯৯০)। Archaeological Department Centenary (1890-1990): History of the Department of Archaeology (ইংরেজি ভাষায়)। Commissioner of Archaeology, 1990। পৃষ্ঠা 178।