বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ
বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (ইংরেজি: BAF Shaheen English Medium College) বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত। বিদ্যালয়টি মূলত ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন, ইউকে অধীনে এবং বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে ১৯৯২ সালে যাত্রা শুরু করে। এটি বিএএফ শাহীন কলেজ ঢাকা এর পাশে অবস্থিত।[২][৩]
বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ | |
---|---|
অবস্থান | |
জাহাঙ্গীর গেইট, ঢাকা সেনানিবাস, তেজগাঁও , ১২০৬ | |
স্থানাঙ্ক | ২৩°৪৬′৩৮.৩″ উত্তর ৯০°২৩′৩২.৬″ পূর্ব / ২৩.৭৭৭৩০৬° উত্তর ৯০.৩৯২৩৮৯° পূর্ব |
তথ্য | |
প্রাক্তন নাম | বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল |
নীতিবাক্য | শিক্ষা, সততা, নিয়মানুবর্তিতা |
প্রতিষ্ঠাকাল | ১৯৯২ |
বিদ্যালয় বোর্ড | ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন, ইউকে |
কর্তৃপক্ষ | বাংলাদেশ বিমান বাহিনী |
অধ্যক্ষ | গ্রুপ ক্যাপ্টেন মইনুল হক, বিইউপি, পিএসসি |
শ্রেণি | ১ - এ লেভেল |
লিঙ্গ | ছেলে এবং মেয়ে |
বয়সসীমা | ৬-১৮ |
ভাষা | ইংরেজি |
বিদ্যালয়ের কার্যসময় | ৪-৬ ঘণ্টা |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হকি |
ওয়েবসাইট | bafsemc |
সকল তথ্যাদি মূল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে[১] |
ইতিহাস
সম্পাদনাবিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (বিএএফ এসইএমসি) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বিএএফ এসইএমসি কেজি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট ছয়টি শ্রেণী, ১৫০ জন শিক্ষার্থী এবং সাতজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে। ধীরে ধীরে বিএএফ এসইএমসি প্রতিবছর একটি করে শ্রেণি যুক্ত করতে থাকে। স্কুলটি ২০১৯ সালে এ লেভেল পর্যন্ত উচ্চশিক্ষা দেওয়া শুরু করার সাথে সাথে, প্রতিষ্ঠানের নাম বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ করা হয়েছে। জুন ২০২২ সেশন থেকে, বিএএফ এসইএমসি কেমব্রিজ স্কুল পরীক্ষার জন্য ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষার স্থান হিসাবে কাজ করা শুরু করে।[৪]
ফলাফল
সম্পাদনা২০১৭ সালে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন, ইউকে-র অধীনে ৫৬ জন ছাত্র-ছাত্রী ‘ও’ লেভেল পরীক্ষায় অংশ নিয়ে শতকরা ৮৫.০৭ জন অসাধারণ ফলাফল অর্জন করে। তারা পরীক্ষায় ৮১টি ‘এ*’ এবং ১৫১টি ‘এ’ অর্জন করে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Welcome to our School"। BAF Shaheen English Medium School (ইংরেজি ভাষায়)। ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Weighed down by too many subjects"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-০৩। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-২৫।
- ↑ "Awarding Young Talents"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৪-১৪। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-২৫।
- ↑ https://www.bangladeshpost.net/posts/semc-job-circular-2023-bafsemc-edu-bd-115934 SEMC
- ↑ "বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন"। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৭।
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |