বিআরটিসি এসি বাস ঢাকা–নারায়ণগঞ্জ

ঢাকা–নারায়ণগঞ্জ এসি বাস হলো একটি আন্তঃনগর বাস সেবা যা ঢাকানারায়ণগঞ্জকে সংযুক্ত করে। ২০১১ সালে চালু হওয়া পরিষেবাটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) দ্বারা পরিচালিত।

ঢাকা–নারায়ণগঞ্জ এসি বাস
সংস্থাপিত৯ আগস্ট ২০১১ (2011-08-09)
পরিসেবিত এলাকাবৃহত্তর ঢাকা
পথ
গন্তব্যস্থলঢাকা, নারায়ণগঞ্জ
চালকবাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন

২০০৫ সালের আগে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে একটি বাস পরিবহন সেবা ছিলো যা পরে বন্ধ হয়ে যায়। বাসটি পুনরায় চালুর দাবিতে নাগরিক কমিটি ও যাত্রী অধিকার ফোরাম নামে দুটি সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো।[১] ২২ জুন ২০১১ সালে নাগরিক কমিটি বিআরটিসির চেয়ারম্যানের সাথে দেখা করার পর নাগরিক কমিটির উপ-চেয়ারম্যান দাবি করেন যে বিআরটিসি প্রতিশ্রুত যাত্রাপথে বাস পরিবহন পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দিয়েছে।[২] বাস সেবা চালু করতে একই বছরের ১২ জুলাই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ডিপোতে বাস আনা হয়। এরপর ২০১১ সালের ৯ আগস্টে এই বাস পরিবহন সেবার উদ্বোধন করা হয়।[১] ২০১৭ সালে একই যাত্রাপথে রাজনীতিবিদ শামীম ওসমানের শীতল পরিবহন নামে আরেকটি বাস সেবা চালু করা হলে বিআরটিসির বাস সেবা বন্ধ হয়ে যায়।[৩] ২২ মে ২০১৯ সালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে গুলিস্তানে এই বাস পরিবহন পরিষেবা পুনরায় চালু করা হয়।[৪] সেবা চালুর কয়েকদিন পর নারায়ণগঞ্জে বিআরটিসি বাসের টিকিট বিক্রির কাউন্টার স্থাপনে কিছু পরিবহন শ্রমিক বাধা দিচ্ছে বলে অভিযোগ ওঠে।[৫] ২০২১ সালে জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে নারায়ণগঞ্জে সমস্ত বাস পরিষেবা বন্ধ ছিলো, তবে ঢাকাগামী বিআরটিসি এসি বাস চলাচল অব্যাহত থাকে। ফলে সেখানের অটোরিকশাগুলো বেশি ভাড়ার একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি।[৬] জ্বালানির দাম বৃদ্ধির কারণে কর্তৃপক্ষ টিকিটের দাম ৳৪০ বাড়িয়েছিলো, যা যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে কমিয়ে ৳৩৮ করা হয়েছে।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অবশেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাস চালু"বিডিনিউজ২৪.কম। ৯ আগস্ট ২০১১। ২৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩ 
  2. "ঢাকা-নারায়ণগঞ্জ বিআরটিসি বাস চালুর দাবি"বিডিনিউজ২৪.কম। ২২ জুন ২০২১। ২৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩ 
  3. "ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পুনরায় চালু হচ্ছে বিআরটিসি বাস"নারায়ণগঞ্জ বার্তা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩ 
  4. "ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবার চালু হলো বিআরটিসি বাস"দৈনিক নয়া দিগন্ত। ২২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩ 
  5. "নারায়ণগঞ্জে বিআরটিসি বাস চলাচলে প্রতিবন্ধকতা কাউন্টার বসাতে বাধা"দৈনিক নয়া দিগন্ত। ২৬ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩ 
  6. "নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনে ঘুরলো বিআরটিসির চাকা"দ্য নিউজ নারায়ণগঞ্জ। ৬ নভেম্বর ২০২১। ২৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩ 
  7. "ভাড়া কমলো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসের"একুশে টেলিভিশন। ১৮ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩