বাহুলী পিটিআই বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া পৌরসভা আওতাধীন একটি ওয়ার্ড।

বাহুলী
পটিয়া পৌরসভা
৭ নং বাহুলী পিটিআই
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম
জেলাচট্টগ্রাম
উপজেলাপটিয়া উপজেলা
সরকার
 • কাউন্সিলরমোহাম্মদ কামাল উদ্দিন বেলাল (আওয়ামী লীগ)
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারি)
 • মোট৮,৮৪৯
সাক্ষরতার হার
 • মোট৭১.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

আয়তন সম্পাদনা

এই ওয়ার্ডের আয়তন ২.৫ বর্গকিমি।

অবস্থান ও সীমানা সম্পাদনা

পটিয়া পৌরসভার শেষাংশে বাহুলী পিটিআই ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে রয়েছে ৬নং পাইকপাড়া ওয়ার্ড, পূর্বে হাইদগাঁও ইউনিয়ন, দক্ষিণে ৮নং দক্ষিণ গোবিন্দারখীল ওয়ার্ড ও উত্তরে কচুয়াই ইউনিয়ন

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, এই ওয়ার্ডে পরিবারের সংখ্যা ৯২৮টি। মোট জনসংখ্যা ৮,৮৪৯ জন। তার মধ্যে পুরুষ ২,৪২২ জন এবং নারী ২,৪২৭ জন।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

এই ওয়ার্ডের সাক্ষরতার হার ৭১.৯%। এখানে ১টি কামিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি পিটিআই রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান সম্পাদনা

মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়
  • বাহুলী উচ্চ বিদ্যালয়
প্রশিক্ষণ কেন্দ্র
  • পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

এই ওয়ার্ডে প্রায় ৯টি মসজিদ রয়েছে। তন্মধ্যে পটিয়া উপজেলার বৃহত্তম মসজিদ হযরত শাহচান্দ আউলিয়া জামে মসজিদ এই ওয়ার্ডে অবস্থিত।

মুক্তিযুদ্ধে সম্পাদনা

১৯৭১ সালের ২৩ এপ্রিল শুক্রবার পাকিস্তানি হানাদার বাহিনী বাহুলী মিত্র পাড়ায় ঢুকে একদিনে ১০/১ ২জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দেয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ওই এলাকার বধ্যভূমিটি আজোও অরক্ষিত। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ওয়ার্ডে বধ্যভূমি এলাকায় দৃষ্টিনন্দন একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।[১]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • হযরত শাহচান্দ আউলিয়া (রহঃ) ও মৌলানা নুরুল হক শাহ (রহ)'র মাজার শরীফ।
  • শ্রীমাই খাল।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

  • আল্লামা ছৈয়দ নুরুল হক শাহ (রহ.) – সুফি সাধক

কাউন্সিলর সম্পাদনা

কাউন্সিলর রাজনৈতিক দল নির্বাচন সন
মোহাম্মদ কামাল উদ্দিন বেলাল বাংলাদেশ আওয়ামী লীগ ২০২১

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পটিয়া বাহুলী মিত্র পাড়া গণহত্যা দিবস আজ"www.mohanagarnews.com। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]