বাহিরদিয়া মানসা ইউনিয়ন

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি ইউনিয়ন

বাহিরদিয়া মানসা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[১] এটি ৪৩.৬২ কিমি২ (১৬.৮৪ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৪,৩৬৮ জন।[২]

বাহিরদিয়া মানসা
ইউনিয়ন
৫নং বাহিরদিয়া মানসা ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাফকিরহাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪৩.৬২ বর্গকিমি (১৬.৮৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৪,৩৬৮
 • জনঘনত্ব৩৩০/বর্গকিমি (৮৫০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbahirdiamansaup.bagerhat.gov.bd

ভৈাগলিক অবস্থান সম্পাদনা

ভৈাগলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে ভৈরব নদী, দক্ষিণে পিলজংগ ইউনিয়ন, পূর্বে - ফকিরহাট ইউনিয়ন, পশ্চিমে বাহিরদিয়া ইউনিয়ন অবস্থিত।

গ্রামসমূহ সম্পাদনা

  1. মানসা
  2. মানসা/ আট্টাকা
  3. আট্টাকা
  4. পশ্চিম বাহিরদিয়া
  5. মধ্য বাহিরদিয়া
  6. ছোট বাহিরদিয়া
  7. হোচলা
  8. সাতবাড়িয়া
  9. লালচন্দ্রপুর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাহিরদিয়া মানসা ইউনিয়ন"ফকিরহাট উপজেলার ইউনিয়ন। bahirdiamansaup.bagerhat.gov.bd। ২০২০। 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬