বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়

কুষ্টিয়া জেলার শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়

বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়[২] বিদ্যালয়টি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে বিদ্যালয়টি কারিগরি শিক্ষা বোর্ড হতে স্বীকৃতি লাভ করে।[১]

বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়
অবস্থান
মানচিত্র
বাহাদুরপুর, ভেড়ামারা উপজেলা

স্থানাঙ্ক২৪°০৬′০৫″ উত্তর ৮৮°৫৮′৪৭″ পূর্ব / ২৪.১০১২৬৭৬° উত্তর ৮৮.৯৭৯৬৪৭৫° পূর্ব / 24.1012676; 88.9796475
তথ্য
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯২৪; ১০০ বছর আগে (1924)
অবস্থাচালু
বিদ্যালয় বোর্ডযশোর বোর্ডকারিগরি শিক্ষা বোর্ড[১]
বিদ্যালয় জেলাকুষ্টিয়া জেলা
ইআইআইএন১১৭৪৬৬
সভাপতিমোঃ সোহেল রানা পবন
লিঙ্গবালক-বালিকা
শ্রেণী৬ষ্ঠ-১০ম
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
ওয়েবসাইটbahadurpurhs.edu.bd

অবস্থান

সম্পাদনা

বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সদর দপ্তর বাহাদুরপুরে অবস্থিত। কুষ্টিয়া থেকে বিদ্যালয়টির দূরত্ব ৩৩ কিলোমিটার এবং ভেড়ামারা থেকে দূরত্ব ১০ কিলোমিটার।

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বিদ্যালয়টি যশোর বোর্ডকারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ একটি মাধ্যমিক বিদ্যালয়। এখানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়ে থাকে। ৯ম-১০ম শ্রেণীতে চারটি বিভাগ রয়েছে, এগুলো হলো-

  1. বিজ্ঞান বিভাগ
  2. বিজ্ঞান বিভাগ (ভোকেশনাল)
  3. মানবিক বিভাগ
  4. বানিজ্য বিভাগ

চিত্রশালা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা