বালিয়াদিঘী ইউনিয়ন
বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন
বালিয়াদিঘী ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন।[৩]
বালিয়াদিঘী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
১০ নং বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদ | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | গাবতলী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মাহবুবুর রহমান[১] |
আয়তন | |
• মোট | ২১.৮৭ বর্গকিমি (৮.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৮,১৮৯ [২] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থানসম্পাদনা
এটি গাবতলী উপজেলায় অবস্থিত।
যোগাযোগসম্পাদনা
বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো।এই ইউনিয়নে আসার জন্য পাকা ও কাঁচা রাস্তা দিয়ে আসা-যাওয়া করা যায়। বগুড়া শহর হতে পাঁকা রাস্তায় এর দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার এবং কাঁচা রাস্তায় প্রায় ৬০ কিলোমিটার।[৪]
আয়তনসম্পাদনা
এই ইউনিয়নের মোট আয়তন ২১.৮৭ বর্গকিলোমিটার।[৫]
ইতিহাসসম্পাদনা
বালিয়াদিঘী ইউনিয়ন ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয়। বালিয়াদিঘী গ্রামের নামানুসারে এর নামকরণ করা হয়[৫]
জনসংখ্যাসম্পাদনা
প্রশাসনিক কাঠামোসম্পাদনা
বালিয়াদিঘী ইউনিয়ন ৯টি গ্রাম ও ৩টি মৌজা নিয়ে গঠিত।[২]
শিক্ষা ব্যবস্থাসম্পাদনা
হাট-বাজারসম্পাদনা
- তরণীহাট
- সুবোধ বাজার
- কালাইহাটা বাজার
- মালিয়ানডাঙ্গা বাজার।
জনপ্রতিনিধিসম্পাদনা
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান।[১]
- পূর্বতন চেয়ারম্যানবৃন্দ[৫]
- কছির উদ্দিন
- নছির উদ্দিন
- তমিজ উদ্দিন
- রিয়াজ উদ্দিন আকন্দ
- সিরাজুল হক তালুকদার
- আঃ আজিজ মন্ডল
- ইয়াকুব ফকির
- মোজাম্মেল হক দুদু
- শফিকুল ইসলাম (স্বপন)
- মমিনুল ইসলাম
ধর্মীয় উপাসনালয়সম্পাদনা
বালিয়াদিঘী ইউনিয়নে ২২টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ১১টি মন্দির রয়েছে।
দর্শনীয় স্থানসম্পাদনা
উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা
- হেলালুজ্জামান তালুকদার লালু, রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "ইউনিয়নের চেয়ারম্যান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- ↑ ক খ গ "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- ↑ "বালিয়াদিঘী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- ↑ "বালিয়াদিঘী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- ↑ ক খ গ ঘ "বালিয়াদিঘী ইউনিয়নের ইতিহাস"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।