বাবরিয়াওয়াদ ছিল জুনাগড় রাজ্যের রাজত্বের অধীনে একটি ছোট্ট রাজত্ব। ব্রিটিশ ভারতের সময়ে, জুনাগড় রাজ্যের দক্ষিণ মধ্য কাঠিয়াওয়ারের পূর্বতম জেলা ছিল। এটি তখন প্রায় ৫১ টি গ্রাম নিয়ে গঠিত।[১] পরে নামে নামকরণ করা হয় বাবরিয়া কাঠির নামে, যারা ডাকাতি ও লুণ্ঠন জন্য বিখ্যাত এবং ধানাং নামে পরিচিত ছিল।[২][৩][৪][৫]

১৯৪৭ সালে ভারত ভাগের সময়, বাবরিয়াওয়াদের জায়গীরদাররা মঙ্গরোল রাজ্যসহ, জুনাগড়ের থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করে এবং ভারতীয় অধিরাজ্যে যোগদানের সিধান্ত নেয়।[৬] জুনাগড়ের নবাব এই রাজত্বগুলিকে অনুমোদন দেননি এবং মঙ্গরোলের শেখের উপর ভারতে তাঁর রাজত্ব ত্যাগ করার জন্য এবং বাবারিয়াওয়াদ দখল করতে তাঁর সৈন্য প্রেরণ করেন। সরদার প্যাটেল এটিকে ভারতের রাজ্য্র উপর আগ্রাসন হিসাবে দেখেন এবং সামরিক জবাব দেওয়ার আহ্বান জানান।[৭] তবে জওহরলাল নেহেরু প্রথমে বাবারিয়াওয়াদের রাজত্বের ভারতে যোগদানের বৈধতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।[৭] লর্ড মাউন্টব্যাটেনের মাধ্যমে ২২ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে তারা জুনাগড়ের দেওয়ানকে উত্তরাধিকারের বৈধতা এবং বাবারিয়াওয়াদ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করার জন্য একটি টেলিগ্রাম পাঠিয়েছিল।[৭] তদুপরি, ভারতীয় সেনাবাহিনীকে বাবারিয়াওয়াদে গিয়ে ভারতের অঞ্চলগুলি অধিকার করার নির্দেশ দেওয়া হয়েছিল।[৭] জুনাগড়ের নবাব বাবরিয়াওয়াদ এবং মঙ্গরোল থেকে তাঁর সৈন্যদল খালি করতে অস্বীকার করেন।[৭] ১৯৪৭ সালের অক্টোবরে জুনাগড়ের নবাব তাঁর পরিবার নিয়ে পাকিস্তানে পালিয়ে যান। ভারতীয় সেনাবাহিনী অবশেষে ১৯৪৭ সালের নভেম্বরে বাবরিয়াওয়াদে প্রবেশ করে দখল করে এবং আরও আদেশের জন্য জুনাগড় ও মঙ্গরোল সীমান্তে সজাগ হয়ে দাঁড়ায়। যা জুনাগড়কে ভারতের ইউনিয়নতে সংহত করার দিকে পরিচালিত করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Babariawad"Princely States of India। ২০১২-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৪ 
  2. Burgess, James (১৮৭৬)। Report on the Antiquities of Kâṭhiâwâḍ and Kachh, Being the Result of the Second Season's Operations of the Archaeological Survey of Western India, 1874-75 (ইংরেজি ভাষায়)। India Museum। 
  3. State) (১৮৮০)। Gazetteer (ইংরেজি ভাষায়)। Printed at the Government Central Press। 
  4. Burgess, James (১৮৭৬)। Report on the Antiquities of Kâṭhiâwâḍ and Kachh, Being the Result of the Second Season's Operations of the Archaeological Survey of Western India, 1874-75 (ইংরেজি ভাষায়)। India Museum। 
  5. Whitworth, George Clifford (১৮৮৫)। An Anglo-Indian Dictionary: A Glossary of Indian Terms Used in English, and of Such English Or Other Non-Indian Terms as Have Obtained Special Meanings in India (ইংরেজি ভাষায়)। K. Paul, Trench। 
  6. "Moraes"। ২৬ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১১ 
  7. Bajwa, Kuldip Singh (২০০৩)। Jammu and Kashmir War, 1947-1948: Political and Military Perspective (ইংরেজি ভাষায়)। Har-Anand Publications। আইএসবিএন 978-81-241-0923-6