বাংলাদেশ নৌবাহিনী টাগ (সংক্ষেপেঃ বানৌটা) সেবক বাংলাদেশ নৌবাহিনীর সেবক-শ্রেণীর টাগবোট। এই জাহাজটিকে বৈদেশিক প্রযুক্তিগত সহায়তায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃক নির্মাণ করা হয়। জাহাজটি বহিঃনোঙ্গরে ও পোতাশ্রয়ে সাবমেরিনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নৌবাহিনীর অন্যান্য জাহাজ এবং বাণিজ্যিক জাহাজকে টোয়িং সহযোগিতা প্রদান, পোতাশ্রয়ে ও সমুদ্রে অগ্নিনির্বাপণ এবং উদ্ধারকারী জাহাজ হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে।[১][২][৩][৪]

ইতিহাস
বাংলাদেশ
নাম: বানৌটা সেবক
নির্মাণাদেশ: ১৯৯৩
নির্মাতা: ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড
শনাক্তকরণ: এ৭২২
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার ও শ্রেণী: সেবক-শ্রেণীর টাগবোট
ওজন: ৪০০ টন
দৈর্ঘ্য: ২৫.৮০ মিটার (৮৪.৬ ফু)
প্রস্থ: ৭.৭০ মিটার (২৫.৩ ফু)
গভীরতা: ৫ মিটার (১৬ ফু)
প্রচালনশক্তি: ক্যাটারপিলার ৩৩০৪, ৪ সিলিন্ডার ডিজেল জেনারেটর (মার্কিন যুক্তরাষ্ট্র)
গতিবেগ: ১২.৫ নট (২৩.২ কিমি/ঘ; ১৪.৪ মা/ঘ)

ইতিহাস সম্পাদনা

সশস্ত্র বাহিনীর জন্য গৃহীত দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার দেশীয় ও বৈদেশিক উৎস থেকে সমরাস্ত্র সংগ্রহ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায়, ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এ টাগবোটের নির্মাণকাজ শুরু হয়। জাহাজ নির্মাণে প্রয়োজনীয় নকশা ও প্রযুক্তি দেশীয়ভাবে সংগ্রহ করা হয়। অবশেষে ২৩ ডিসেম্বর, ১৯৯৩ সালে বানৌটা সেবক জাহাজটি নৌবাহিনীতে কমিশন লাভ করে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যুক্তরাজ্য ভিত্তিক ক্লাসিফিকেশন সোসাইটি লয়েডস রেজিস্ট্রার এর নীতিমালা অনুসরন করে জাহাজটি নির্মিত হয়।

বৈশিষ্ট্য ও যান্ত্রিক কাঠামো সম্পাদনা

বানৌটা সেবক জাহাজটির দৈর্ঘ্য ২৫.৮০ মিটার (৮৪.৬ ফু), প্রস্থ ৭.৭০ মিটার (২৫.৩ ফু) এবং গভীরতা ৫ মিটার (১৬ ফু)। এটি বৈদেশিক কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃক নির্মিত হয়। জাহাজটি সর্বোচ্চ ১২.৫ কিলোমিটার (৭.৮ মা) গতিতে চলতে সক্ষম।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বানৌটা সেবক এর নিম্নেবর্ণিত কাজের জন্য যোগ্য ও উপযুক্ত মেরামতকারী প্রতিষ্ঠান সমূহের নিকট হতে দরপত্র আহব্বান করা যাচ্ছে" (পিডিএফ)কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নিউমুরিং, চট্টগ্রাম। ২০২২-০৬-১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 
  2. "Dockyard and Engineering Works Limited Bangladesh - Harbour Tug Boat"dewbn.gov.bd। ২০২২-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৮ 
  3. "unberthing"। ৩১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩ 
  4. "TECHNICAL SPECIFICATION FOR SPARES BNT SEBAK" (পিডিএফ)Naval Stores Depot, Chattogram (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪