বাড়াদী ইউনিয়ন

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন

বাড়াদী ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ২১.৮৩ কিমি২ (৮.৪৩ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২১,৩৭০ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৩টি ও মৌজার সংখ্যা ১০টি।[২]

হারদী ইউনিয়ন
ইউনিয়ন
হারদী ইউনিয়ন
হারদী ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
হারদী ইউনিয়ন
হারদী ইউনিয়ন
হারদী ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
হারদী ইউনিয়ন
হারদী ইউনিয়ন
বাংলাদেশে বাড়াদী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৫′১১.৯″ উত্তর ৮৮°৫১′৪৮.২″ পূর্ব / ২৩.৭৫৩৩০৬° উত্তর ৮৮.৮৬৩৩৮৯° পূর্ব / 23.753306; 88.863389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাচুয়াডাঙ্গা জেলা
উপজেলাআলমডাঙ্গা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৯৫৮
আয়তন
 • মোট২১.৮৩ বর্গকিমি (৮.৪৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২১,৩৭০
 • জনঘনত্ব৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গ্রামসমূহ সম্পাদনা

  1. নতিডাঙ্গা
  2. কাঁচিকাটা
  3. গোয়ালবাড়ী,
  4. গোপালনগর,
  5. রাধাকান্তপুর।
  6. অনুপনগর
  7. আঠারখাদা
  8. পোলতাডাঙ্গা
  9. কাঁটাভাঙ্গা
  10. এনায়েতপুর
  11. চারাবাড়াদী,
  12. বাড়াদী,
  13. আনন্দবাস

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাড়াদী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬