বাচ্চা শ্বশুর (চলচ্চিত্র)
বিশ্বরূপ বিশ্বাস ২০১৯-এর চলচ্চিত্র
(বাচ্চা শ্বশুর থেকে পুনর্নির্দেশিত)
বাচ্চা শ্বশুর হলো ২০১৯ সালে একটি বাংলা ভাষার ভারতীয় হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। যা বিশ্বরূপ বিশ্বাস পরিচালনা করেছেন। পাভেলের লেখা, ছবিটিতে প্রধান চরিত্রে বিশ্বরূপ বিশ্বাসের সাথে জিৎ , কৌশানী মুখোপাধ্যায়, আমান মেহরা এবং চিরঞ্জিত চক্রবর্তী অভিনয় করেছেন। ছবিটি ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তি পায়।[১]
বাচ্চা শ্বশুর | |
---|---|
পরিচালক | বিশ্বরূপ বিশ্বাস |
প্রযোজক |
|
রচয়িতা | পাভেল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | সুপ্রিয় দত্ত জয়দীপ বোস |
সম্পাদক | মলয় লাহা |
প্রযোজনা কোম্পানি | সুরিন্দার ফিল্মস জিৎজ ফিল্মওয়ার্কস |
পরিবেশক | গ্রাসরুট এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনাস্পন্দন ইসলাম ( জিৎ ) তার শ্বশুরকে তার ছেলের মধ্যে দেখেন। এর পরেই বিশৃঙ্খলা দেখা দেয়। স্পন্দন তার ছেলেকে একজন মহিলার কাছে ভূত-প্রতারণার চেষ্টা করার জন্য নিয়ে আসে। যখন তার স্ত্রী জোনাকি ( কৌশানী মুখোপাধ্যায় ) এই বিষয়ে জানতে পারেন, তখন তিনি নিশ্চিত হন যে স্পন্দন মানসিকভাবে অস্থির, তাই জোনাকিকে স্পন্দনকে মানসিক হাসপাতালে রাখতে বাধ্য করা হয়।
অভিনয়শিল্পী
সম্পাদনা- স্পন্দন ওরফে স্পাইডির চরিত্রে জিৎ
- জোনাকির চরিত্রে কৌশানী মুখোপাধ্যায়
- আমান মেহরা
- জোনাকির বাবার চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী
- বিশ্বরূপ বিশ্বাস
- উর্মিমালা বসু
- অম্বরীশ ভট্টাচার্য
- কুশল চক্রবর্তী
- অনামিকা সাহা
- প্রতুল চরিত্রে জগন্নাথ বসু
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Baccha Shoshur Review"। টাইমস অফ ইন্ডিয়া। ১০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বাচ্চা শ্বশুর (ইংরেজি)