বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়

বাংগালপাড়া হাই স্কুল এন্ড কলেজ কিশোরগঞ্জের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাধ্যমিক স্কুল পর্যায় ১৯৬৪ সাল থেকে শুরু হলেও উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে ২০২৩ সাল থেকে।

বাংগালপাড়া হাই স্কুল এন্ড কলেজ
অবস্থান
৪নং বাংগালপাড়া ইউনিয়ন, অষ্টগ্রাম

কিশোরগঞ্জ, ঢাকা
,
২৩৫০
তথ্য
বিদ্যালয়ের ধরনমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাবলিক
নীতিবাক্য“শিক্ষাই জাতির মেরুদণ্ড”
প্রতিষ্ঠাকাল১৯৬৪; ৬০ বছর আগে (1964)
বিদ্যালয় জেলাকিশোরগঞ্জ
সেশনসকাল, দুপুর
বিদ্যালয় কোড১১০২২৯
চেয়ারম্যানআনোয়ার হোসেন
অধ্যক্ষহরিচরণ দাস (ভারপ্রাপ্ত)
প্রধান শিক্ষকহরিচরণ দাস
শিক্ষকমণ্ডলী১৪ জন
শ্রেণিষষ্ঠ - দ্বাদশ
ভাষাবাংলা
সময়সূচিসকাল ১০টা - বিকাল ৪টা
রংছেলেদের          মেয়েদের         , কলেজ         
শিক্ষা বোর্ডঢাকা

অবস্থান

সম্পাদনা

এই স্কুল এন্ড কলেজটি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাংগালপাড়া ইউনিয়নে অবস্থিত।[]

বাংগালপাড়া ইউনিয়নের মূলকেন্দ্র যথা:- পশ্চিমে ইউনিয়ন ভূমি অফিস (পুরাতন), পূর্বে মসজিদ ও বাজার, দক্ষিণে মাদ্রাসা এবং উত্তরে মন্দির ও চৌদ্দমাদল সেবাশ্রম; এই গুরুত্বপূর্ণ স্থানগুলোকে কেন্দ্র করে স্থাপিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

ইতিহাস

সম্পাদনা

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় মাধ্যমিক স্তরের বিদ্যালয়টি, এবং ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।

অবকাঠামো

সম্পাদনা

এই প্রতিষ্ঠানটিতে ১২ কক্ষ বিশিষ্ট ২টি ৬ তলা ভবন রয়েছে যা ক্লাসরুম ও অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাতিষ্ঠানিক ভবনের পাশেই রয়েছে একটি ৩ তলা বিশিষ্ট বন্যার্তদের আশ্রয়কেন্দ্র। প্রাতিষ্ঠানিক ভবনের পশ্চিম পাশেই রয়েছে এক তলা বিশিষ্ট একটি অফিস, যা শিক্ষকমিলনায়তন কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও মূল প্রাতিষ্ঠানিক ভবনটিতে রয়েছে বিজ্ঞানাগার, কম্পিউটার ডিজিটাল ল্যাব, পাঠাগার, নামাজের স্থান সহ ছাত্রছাত্রীদের বিনোদনমূলক কক্ষ।

এই প্রতিষ্ঠানটির রয়েছে প্রায় ৩০ একরের বড় মাঠ ও ১টি পুকুর।

বিভাগ সমূহ

সম্পাদনা

এই প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ চালু রয়েছে।

ভর্তি ও বেতন

সম্পাদনা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক জারীকৃত নীতিমালা অনুযায়ী ভর্তি করা হয়ে থাকে। প্রতি বছরের জানুয়ারি মাসেই প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে যায়। সরকার কর্তৃক নির্ধারিত বেতন ও ফি নেয়া হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাঙ্গালপাড়া ইউনিয়ন"bangalparaup.kishoreganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৬