বাগোয়ান কে.সি.ভি.এন. মাধ্যমিক বিদ্যালয়

কুষ্টিয়া জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়

বাগোয়ান কে.সি.ভি.এন. মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়।

বাগোয়ান কে.সি.ভি.এন. মাধ্যমিক বিদ্যালয়
ঠিকানা
মানচিত্র
কুষ্টিয়া-প্রাগপুর রোড

স্থানাঙ্ক২৪°০১′১৫″ উত্তর ৮৮°৪৭′০৭″ পূর্ব / ২৪.০২০৭৩৮৪° উত্তর ৮৮.৭৮৫৩৩০১° পূর্ব / 24.0207384; 88.7853301
তথ্য
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৪০; ৮৫ বছর আগে (1940)[]
বিদ্যালয় বোর্ডযশোর শিক্ষা বোর্ড[]
বিদ্যালয় জেলাকুষ্টিয়া জেলা
ইআইআইএন১১৭৫০৫
প্রধান শিক্ষকআব্দুল হালিম[]
শ্রেণি৬ষ্ঠ-১০ম
ভাষাভাষা বাংলা
ক্যাম্পাসসমূহ১টি
ক্যাম্পাসের ধরনগ্রামীণ
ওয়েবসাইটbagoankcvnsecondaryschool.jessoreboard.gov.bd

অবস্থান

সম্পাদনা

বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুরের পার্শ্ববর্তী গ্রাম বাগোয়ানে অবস্থিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bagoan K.C.V.N. High School"সহপাঠী। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৫ 
  2. "Bagoan K. C. V. N. Secondary School, EIIN - 117505"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৫ 
  3. তৌহিদ,হাসান, কুষ্টিয়া (২০২৪-০৮-০২)। "মেয়েও কাঁদতে লাগল, আমিও কাঁদলাম: কোটা আন্দোলনের সমন্বয়ক নুসরাতের বাবা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৫ 
  4. "Bagoan K. C. V. N Secondary School"JBD IT। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৫