বাংলার বধূ

এজে মিন্টু পরিচালিত ১৯৯৩-এর চলচ্চিত্র
(বাংলার বধু থেকে পুনর্নির্দেশিত)

বাংলার বধূ ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এজে মিন্টু পরিচালিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। এই চলচ্চিত্রে মূল ভূমিকায় আলমগীরশাবানা অভিনয় করেন। এই চলচ্চিত্র পরিচালনা করে এজে মিন্টু সেরা পরিচালকের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১]

বাংলার বধূ
পরিচালকএ জে মিন্টু
চিত্রনাট্যকারএ জে মিন্টু
শ্রেষ্ঠাংশে
মুক্তি
  • ১৯৯৩ (1993)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপসম্পাদনা

একটি সদ্য বিবাহিত মহিলা তার শ্বশুর বাড়ির সদস্যদের সাথে সুপরিচিতি হতে সংগ্রাম করে ও পরে পরিবারের চোখের মণি হয়ে ওঠে।

অভিনয়সম্পাদনা

সঙ্গীতসম্পাদনা

এই চলচ্চিত্রের জন্য গান লিখেন হাসান ফকরিমনিরুজ্জামান মনির। গানগুলিতে কণ্ঠ দেন খুরশিদ আলম, অ্যান্ড্রু কিশোররুনা লায়লা

পুরস্কারসম্পাদনা

বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার[১]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা