বাংলার বধূ
এজে মিন্টু পরিচালিত ১৯৯৩-এর চলচ্চিত্র
(বাংলার বধু থেকে পুনর্নির্দেশিত)
বাংলার বধূ ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এজে মিন্টু পরিচালিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। এই চলচ্চিত্রে মূল ভূমিকায় আলমগীর ও শাবানা অভিনয় করেন। এই চলচ্চিত্র পরিচালনা করে এজে মিন্টু সেরা পরিচালকের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১]
বাংলার বধূ | |
---|---|
পরিচালক | এ জে মিন্টু |
চিত্রনাট্যকার | এ জে মিন্টু |
শ্রেষ্ঠাংশে | |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপসম্পাদনা
একটি সদ্য বিবাহিত মহিলা তার শ্বশুর বাড়ির সদস্যদের সাথে সুপরিচিতি হতে সংগ্রাম করে ও পরে পরিবারের চোখের মণি হয়ে ওঠে।
অভিনয়সম্পাদনা
সঙ্গীতসম্পাদনা
এই চলচ্চিত্রের জন্য গান লিখেন হাসান ফকরি ও মনিরুজ্জামান মনির। গানগুলিতে কণ্ঠ দেন খুরশিদ আলম, অ্যান্ড্রু কিশোর ও রুনা লায়লা।
পুরস্কারসম্পাদনা
- শ্রেষ্ঠ পরিচালক - এজে মিন্টু
- শ্রেষ্ঠ চিত্রনাট্যকার - এজে মিন্টু
- শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী - আনোয়ারা
- শ্রেষ্ঠ গীতিকার - হাসান ফকরী
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বাংলার বধূ (ইংরেজি)