বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বাংলাদেশের একটি স্বশাসিত গবেষণাগার, যা বাংলাদেশে চিকিৎসা, স্বাস্থ্য বিজ্ঞান স্বাস্থ্য পরিকল্পনার ওপর প্রথম সারির গবেষণা করে। ঢাকার মহাখালীতে এর সদর দপ্তর অবস্থিত।[১][২] প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলী নির্বাহী কমিটির বর্তমান চেয়ারম্যান।[৩]
![]() | |
সংক্ষেপে | বিএমআরসি |
---|---|
গঠিত | ১৯৭২ |
সদরদপ্তর | মহাখালী, ঢাকা, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৪৬′৩৭″ উত্তর ৯০°২৪′২২″ পূর্ব / ২৩.৭৭৬৯° উত্তর ৯০.৪০৬১° পূর্ব |
যে অঞ্চলে কাজ করে | ![]() |
দাপ্তরিক ভাষা | বাংলা |
চেয়ারম্যান | সৈয়দ মোদাচ্ছের আলী |
ওয়েবসাইট | www |
ইতিহাস ও প্রতিষ্ঠা
সম্পাদনা- প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে।
- স্বাধীনতা-উত্তর বাংলাদেশে স্বাস্থ্য খাতে গবেষণা ও উন্নয়নের প্রয়োজনে এটি গঠিত হয়।
মূল কার্যাবলি
সম্পাদনা- চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণার পরিকল্পনা, সমন্বয় ও অনুমোদন প্রদান।
- জাতীয় স্বাস্থ্য গবেষণা নীতি প্রণয়নে সহায়তা করা।
- গবেষকদের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।
- গবেষণালব্ধ ফলাফলের সংরক্ষণ ও প্রচার।
সদর দপ্তর
সম্পাদনা- পরিষদের প্রধান কার্যালয় ঢাকার মহাখালীতে অবস্থিত।
- এখানে গবেষণা সমন্বয়, প্রশাসন ও প্রকাশনার কাজ পরিচালিত হয়।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনা- একটি নির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হয়।
- বর্তমান নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন **প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলী**।[৪]
অবদান ও গুরুত্ব
সম্পাদনা- কোভিড-১৯, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ সংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- দেশের স্বাস্থ্যনীতি প্রণয়নে গবেষণালব্ধ তথ্য ও বিশ্লেষণ প্রদান করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "BMRC :: About Us :: MISSION ::"। bmrcbd.org। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- ↑ "150 experts say Olympics must be moved or postponed because of Zika"। Washington Post। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- ↑ "BMRC Executive Committee"। The BMRC (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০১৮। ১৫ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।
- ↑ "BMRC Chairman"। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ। সংগ্রহের তারিখ এপ্রিল ২১, ২০২৫।