বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান। ফাউন্ডেশন সরকারের কাছ থেকে প্রাপ্ত তহবিল ব্যবহার করে দেশের ছোট ও মাঝারি আকারের এনজিও তথা সহযোগী সংস্থাকে অর্থায়ন করে দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধী পুনর্বাসন, তথ্য প্রযুক্তি সেবা ও উদ্যোক্তা উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, উদ্ভাবনীমূলক কর্মকান্ড ও সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে।[১][২]
সংক্ষেপে | বিএনএফ |
---|---|
ধরন | অলাভজনক প্রতিষ্ঠান |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
চেয়ারম্যান | রেজাউল আহসান |
সম্পৃক্ত সংগঠন | আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় |
ওয়েবসাইট | বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন |
প্রতিষ্ঠা
সম্পাদনাসরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৪ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশনটি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ২০০৫ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়।[১][২]
চেয়ারম্যানগণ
সম্পাদনানিম্নোক্ত ব্যক্তিবর্গ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন:[৩]
- সা’দত হুসাইন (২৫ জানুয়ারি ২০০৫ - ৬ আগস্ট ২০০৭)
- এম হাফিজ উদ্দিন খান (৭ আগস্ট ২০০৭ - ১৭ নভেম্বর ২০০৯)
- আবদুল বায়েস (১৮ নভেম্বর ২০০৯ - ১৭ নভেম্বর ২০১৩)
- এ এফ এম ইয়াহিয়া চৌধুরী (৩ এপ্রিল ২০১৪ - ২০ মে ২০১৮)
- হেদায়েতুল্লাহ আল মামুন (১৪ জুন ২০১৮ – ১৩ জুন ২০২২)
- রেজাউল আহসান (১৪ জুন ২০২২ - বর্তমান)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ফাউন্ডেশন সম্পর্কে"। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। ১০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ "নানা আয়োজনে পালিত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস"। নিউজবাংলা। ২ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "চেয়ারম্যানগণের তালিকা"। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।