প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩, বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। এই নির্বাচনে এগারোটি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১] এ নির্বাচনে মোট ভোটারের ৫৪.৯% ভোট দান করে।
জাসদ এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে।ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফফর) এবং শ্রমিক কৃষক সমাজবাদী দলও ভোট কারচুপির অভিযোগ তুলে। জাসদের একমাত্র বিজয়ী প্রার্থী আব্দুস সাত্তার ঘোষণা দেন যে তিনি সংসদে মেহেনতি মানুষের কথা বলবেন। অন্যদিকে বিজয়ী দল আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানান।
নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে বিরোধী দল নিয়ে প্রশ্ন করা হলে শেখ মুজিবুর রহমান বলেন যে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধী দলীয় প্রার্থী নির্বাচিত হতে না পারায় বিরোধী দলের স্বাভাবিক অবলুপ্তি হয়েছে বলে তিনি মনে করেন।
↑Nohlen, D, Grotz, F & Hartmann, C (২০০১) Elections in Asia: A data handbook, Volume I (ইংরেজি ভাষায়), p535 ISBN 019924958
↑মতীন, এ. রশিদ (১৯৮১)। "Parliamentary Elections in Bangladesh."। দ্য ইন্ডিয়ান জার্নাল অফ পলিটিক্যাল সায়েন্স (ইংরেজি ভাষায়)। ৪২: ৫৮–৭৩ – JSTOR-এর মাধ্যমে।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)