বাংলাদেশের সরীসৃপের তালিকা

(বাংলাদেশের সরীসৃপ থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশের সরীসৃপ বাংলাদেশের জীববৈচিত্রের একটি অন্যতম অংশ হিসেবে বিবেচিত। বাংলাদেশে প্রাপ্ত ৯০৩টি প্রজাতির বণ্যপ্রাণীর মধ্যে সরীসৃপের সংখ্যা ১২৬।[] বিভিন্ন স্থানে বনাঞ্চলের ক্রমহ্রাসমান পরিস্থিতির কারণে এই সরীসৃপের অর্ধেক অংশই আজ হুমকির সম্মুখীন। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর মতে বর্তমানে বাংলাদেশে বিপন্ন প্রায় প্রজাতির সরীসৃপের সংখ্যা ৬৩।[][]

বাংলাদেশের উভচর

সম্পাদনা

বাংলাদেশের কুমির ও ঘড়িয়াল

সম্পাদনা

বাংলাদেশের সরীসৃপের মধ্যে ৩টি রয়েছে,

  1. স্বাদুপানির কুমির,
  2. লোনা পানির কুমির এবং
  3. ঘড়িয়াল

বাংলাদেশের ব্যাঙ

সম্পাদনা

বাংলাদেশের উভচরের ভেতরে আছে কচ্ছপ এবং ব্যাঙ। বাংলাদেশে প্রায় ৪০ প্রজাতির ব্যাঙ এবং ২৯ প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এসব প্রজাতির প্রায় সবগুলোই ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল ১ ও ২ অনুযায়ী সংরক্ষিত। নিচে বাংলাদেশের ব্যাঙের একটি তালিকা দেয়া হলো।

  1. কুনো ব্যাঙ,
  2. মার্বেল কুনো ব্যাঙ,
  3. কটকটি ব্যাঙ,
  4. সবুজ ব্যাঙ,
  5. কাঁকড়াভুক ব্যাঙ,
  6. যাইযাই ব্যাঙ, Cricket Frog, Fejervarya limnocharis,
  7. বন যাইযাই ব্যাঙ, Forest Cricket Frog, Fejervarya syhadrensis,
  8. জার্ডনের কোলা ব্যাঙ, Jerdon’s Bullfrog, Hoplobatrachus crassus,
  9. দেশি সোনাব্যাঙ,
  10. প্রসারিত মুখ ব্যাঙ, Protuberant Mouthed Frog, Occidozyga borealis,
  11. ছাগল ডাকা ব্যাঙ, Floating Frog, Occidozyga lima,
  12. বামন ব্যাঙ, Burrowing Frog, Sphaerotheca breviceps,
  13. লাল চক ব্যাঙ, Smith’s Litter Frog, Leptobrachium smithi,
  14. বাংলাদেশি ঝিঁ ঝিঁ ব্যাঙ,
  15. মুকুট ব্যাঙ, Crown frog, Xenophrys perva,
  16. সরুমুখো অনর ব্যাঙ, Stripe Sticky Frog, Kalophrynus interlineatus,
  17. রঙিন ভেনপু ব্যাঙ, Painted Bull Frog, Kaloula pulchra,
  18. চিত্র বেলুন ব্যাঙ, Painted Balloon Frog, Kaloula taprobanica,
  19. বাদো লাউবিচি ব্যাঙ, Berdmore’s Narrow-mouthed Frog, Microhyla berdmorei,
  20. নীলফামারীয়া সরুমাথা ব্যাঙ,
  21. ছোট লাউবিচি ব্যাঙ, Ornate Narrow-mouthed Frog, Microhyla ornata,
  22. লাল পিঠ লাউবিচি ব্যাঙ, Red Narrow-mouthed Frog, Microhyla rubra,
  23. সরুমুখো বামন ব্যাঙানু, Narrow-mouthed froglet, Micryletta inornata,
  24. পটকা ব্যাঙ, balloon Frog, Uperodon globulosus,
  25. ঝর্ণাসুন্দরী ব্যাঙ, Beautiful Stream Frog, Amolops marmoratus,
  26. সোনালী পাহাড়ী ব্যাঙ, Pointed-headed Frog, Clinotarsus alticola,
  27. সুকর ডাকা ব্যাঙ, Groaning Frog, Humerana humeralis,
  28. সবুজ ধানী ব্যাঙ, Green Paddy Frog, Hylarana erythraea,
  29. দুই দাগবিশিষ্ট সবুজ ব্যাঙ, Two-striped Grass Frog, Hylarana taipehensis,
  30. বাংলা পানা ব্যাঙ, Bengal Leaping Frog, Hylarana tytleri,
  31. মুরগিডাকা ব্যাঙ, Cope’s Frog, Sylvirana leptoglossa,
  32. কালো ফোটা ব্যাঙ, Dark-sided Frog, Sylvirana nigrovittata,
  33. খারের স্রোতের ব্যাঙ,
  34. ছোট গেছো ব্যাঙ, Annaldale Tree Frog, Chiromantis simus,
  35. দুইদাগি বাশী ব্যাঙ, Tree Frog, Chiromantis vittatus,
  36. পাটি গেছো ব্যাঙ, Four-lined Tree Frog, Polypedates leucomystax,
  37. বাঁশ গেছো ব্যাঙ, Bamboo Tree Frog, Polypedates maculates,
  38. লাল পা গেছো ব্যাঙ, Htun Win’s Tree Frog, Rhacophorus htunwini,
  39. বোদো সবুজ গেছো ব্যাঙ, Large Tree Frog, Rhacophorus maximus. এবং

পরিবারঃ Chikilidae

  1. ফুলারের চিকিলা, Fuller’s Caecilian, Chikila fulleri.

বাংলাদেশের কচ্ছপ

সম্পাদনা

বাংলাদেশে আছে কচ্ছপের ২৯টি প্রজাতি। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ১ ও ২ অনুযায়ী এসব প্রজাতি সংরক্ষিত। অর্থাৎ আইন অনুসারে এই ২৯ প্রজাতির কচ্ছপ শিকার, বিক্রয় ও বিপণন বাংলাদেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। নিম্নে তফসিল এদের নাম উল্লেখ করা হলও[]

  1. অ্যাম্বন ডিবা কাইট্টা
  2. এশীয় পাতা কাইট্টা
  3. এশীয় শিলা কচ্ছপ
  4. ওল্ডহ্যামের পাতা কাইট্টা
  5. কালা চিত্রা দীঘি কাইট্টা
  6. কেটো কচ্ছপ
  7. ক্যান্টরের জাতা তরুণাস্থি কাছিম
  8. গঙ্গা তরুণাস্থি কাছিম
  9. জলপাইরঙা সাগর কাছিম
  10. ত্রি-খিলা স্থল কচ্ছপ
  11. ত্রিরেখা ডিবা কাইট্টা
  12. দেশি কড়ি কাইট্টা
  13. দেশি কালী কাইট্টা
  14. দেশি ছোটমাথা চিত্রা তরুণাস্থি কাছিম
  15. দেশি মাঝারি কাইট্টা
  16. ধুম তরুণাস্থি কাছিম
  17. পাহাড়ি তরুণাস্থি কাছিম
  18. বড় কড়ি কাইট্টা
  19. বড় চামট সাগর কাছিম
  20. বাংলা হলুদ কাইট্টা
  21. বোস্তামীর কাছিম
  22. মুকুটি নদ-কাছিম
  23. মুগুরমাথা সাগর কাছিম
  24. লাল-মুকুটি কড়ি কাইট্টা
  25. শিকরেঠুঁটি সাগর কাছিম
  26. সবুজ সাগর কাছিম
  27. সিলেটি কড়ি কাইট্টা
  28. সুন্দি কাছিম
  29. হলুদ পাহাড়ি কচ্ছপ

টিকটিকি আঁচিল, অঞ্জন, গুইসাপ ইত্যাদি

সম্পাদনা

বাংলাদেশে টিকটিকি আঁচিল, অঞ্জন, গুইসাপ ইত্যাদি আছে ৩২টি প্রজাতি।

  1. হার্ডউইকের গিরগিটি, Lesser Agama, Brachysaura minor,
  2. বন যুথিয়াল গিরগিটি, Forest Crested Lizard, Calotes emma,
  3. সবুজ গিরগিটি, Green Garden Lizard, Calotes jerdoni,
  4. দেশি বাগান গিরগিটি
  5. ব্লান্ডফোর্ডের উড়ন্ত টিকটিকি, Blandford’s Flying Lizard, Draco blandfordii,
  6. চিতি উড়ন্ত টিকটিকি,
  7. নীল-গলা গিরগিটি, Blue-throated Lizard, Ptyctolaemus gularis,
  8. খাসিয়া তক্ষক, Khasi Hills Bent-toed Gecko, Crytodactylus khasiensis,
  9. চিতা তক্ষক, Chittagong Leopard Gecko, Eublepharis hardwickii,
  10. দেশি ঘর তক্ষক, South Asian Giant house Gecko, Gekko gekko,
  11. পুবদেশি ঘর টিকটিকি, Oriental Leaf-toed Lizard, Hamidactylus bowringii,
  12. চিতি ঘর টিকটিকি, Spotted House Lizard, Hamidactylus brookii,
  13. বাংলা বড় ঘর টিকটিকি, Bengal House Lizard, Hamidactylus flaviviridis,
  14. চিতি পাম টিকটিকি, Spotted House Palm Lizard, Hamidactylus frenatus,
  15. গার্নটের দোলা টিকটিকি, Garnot’s Gecko, Hamidactylus garnotti,
  16. চওড়া-লেজি টিকটিকি, Flat-tailed Gecko, Hamidactylus platyurus,
  17. লম্বা-লেজি গিরগিটি, Long-tailed Lizard, Takydromus khasiensis,
  18. বাগান অঞ্জন, Common Skink, Eutropis carinatus,
  19. ব্রোঞ্জ ঘাস অঞ্জন, Bronze Grass Skink, Eutropis macularius,
  20. সাদা চিতি অঞ্জন, White-spotted Supple Skink, Lygosoma albopunctata,
  21. বাউরিঙ্গা অঞ্জন, Bowring’s Supple Skink, Lygosoma bowringii,
  22. চটপটানি অঞ্জন, Striped Writhing Skink, Lygosoma lineolata,
  23. চিতি অঞ্জন, Spotted Supple Skink, Lygosoma punctata,
  24. দাগী আচিল, Striped Skink, Mabuya dissimilis,
  25. হলদে-পেট আচিল, Reeves’s Ground Skink, Scincella reevesii,
  26. হিমালয়ী বন আচিল, Himalayan Litter Skink , Sphenomorphus indicus,
  27. চিতি বন আচিল, Spotted Litter Skink , Sphenomorphus maculatus,
  28. জলার আচিল, Water Skink, Tropidophorus assamensis,
  29. ঝিলিক আচিল, Burmese Glass Lizard, Ophisaurus gracilis,
  30. বাংলা গুই,
  31. সোনা গুই, Yellow Monitor, Varanus flavescens,
  32. রাম গুই

বাংলাদেশে আছে প্রায় ৯৪ প্রজাতির সাপ। এই ৯৪ প্রজাতির বাংলাদেশের সাপের তালিকাটি দেখুন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জলবায়ুর পরিবর্তন বণ্যপ্রাণীর জন্য নতুন হুমকি[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]; বিডিনিউজ২৪ ডট কম
  2. "News-Bangla.com"। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০০৯ 
  3. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা- ১১৮৪৪০-৪৪২, ৫০৪