বাংলাদেশী ২৫ পয়সা

বাংলাদেশী টাকা কয়েন

পঁচিশ পয়সা হল বাংলাদেশী টাকার ছোট শ্রেণীর মুদ্রা। পঁচিশ পয়সার ধাতব মূদ্রা সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে।[১] বর্তমানে বাংলাদেশে পঁচিশ পয়সার ব্যবহার নেই।

২৫ পয়সা
বাংলাদেশ
মূল্য০.২৫
আকৃতিগোলাকার
গাঠনিক উপাদানইস্পাত
অভিমুখ
নকশাশাপলা
বিপরীতদিক
নকশারয়েল বেঙ্গল টাইগার

ইতিহাস সম্পাদনা

বাংলাদেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানি রুপি ছিল দেশটির প্রচলিত মুদ্রা। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ৪ঠা মার্চ সর্বপ্রথম বাংলাদেশী মুদ্রার প্রচলন শুরু হয়।[২] সরকারি মুদ্রার নাম রাখা হয় টাকা, পরবর্তীতে টাকাকে প্রকাশের চিহ্ন বা সংকেত হিসাবে "" কে নির্ধারণ করা হয়। টাকার সর্বনিম্ন একক নির্ধারণ করা হয় এক টাকা। আর এক টাকার শতাংশকে পয়সা নামে অভিহিত করা হয়। অর্থাৎ ৳১ সমান ১০০ পয়সা। ১৯৭৩ সালে ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা ও ৫০ পয়সার প্রচলন শুরু হয়।[২][৩]

নকশা সম্পাদনা

পঁচিশ পয়সার মুদ্রার নকশার অভিমুখদিকে ছিল বাংলাদেশের জাতীয় প্রতীক। জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল, শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা।

আরো পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সচল মুদ্রা, অচল মুদ্রা"দৈনিক প্রথম আলো। জানুয়ারি ১৩, ২০১৮। ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০২১ 
  2. "বাংলাদেশের মুদ্রার ইতিহাস"prezi.com। ২০২১-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২১ 
  3. "BDT | Bangladeshi Taka | OANDA" (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২১