বরিশাল কেন্দ্রীয় কারাগার
বাংলাদেশের কারাগার
বরিশাল কেন্দ্রীয় কারাগার হলো বাংলাদেশের বরিশাল বিভাগের বরিশালে অবস্থিত একটি কারাগার।[১]
কারাগার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৮২৯ |
যার এখতিয়ারভুক্ত | বন্দি রাখা, তাদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা |
সদর দপ্তর | ২২°৪২′২৯″ উত্তর ৯০°২২′১৯″ পূর্ব / ২২.৭০৮০৮১° উত্তর ৯০.৩৭১৮৯১° পূর্ব |
নীতিবাক্য | রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ |
কারাগার নির্বাহী |
|
মূল বিভাগ | স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
ওয়েবসাইট | prison |
ইতিহাস
সম্পাদনাবরিশাল জেলা কারাগার হিসেবে ১৮২৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৭ সালের ৩ মার্চ বাংলাদেশ সরকার এটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে উন্নীত করেন।[১]
অবকাঠামো ও ধারণক্ষমতা
সম্পাদনাবরিশাল কেন্দ্রীয় কারাগার ২১.২০০৭ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে ৯.৬ একর কারার অভ্যন্তরে এবং ১১.৬০০৭ একর কারার বাইরে অবস্থিত।[২] কারাগারটির বন্দি ধারণক্ষমতা ৬৩৩ জন। এখানে রয়েছে ৫টি বন্দি ভবন, ৫৮ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল, একটি লাইব্রেরি এবং ১২টি সেল। এছাড়াও পুরুষ ও নারী কারারক্ষীদের জন্য রয়েছে পৃথক ব্যারাক।[৩][৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পাল্টে গেছে বরিশাল কেন্দ্রীয় কারাগারের দৃশ্যপট"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "বরিশালে অযত্নে পড়ে আছে কেন্দ্রীয় কারাগারের সম্পত্তি"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "বরিশাল কেন্দ্রীয় কারাগার : অযতেœ পড়ে আছে ২ একর সম্পত্তি"। দৈনিক ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "বরিশাল কেন্দ্রীয় কারাগারে চলছে নানা অনিয়ম"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।