বরিশাল কেন্দ্রীয় কারাগার

বাংলাদেশের কারাগার

বরিশাল কেন্দ্রীয় কারাগার হলো বাংলাদেশের বরিশাল বিভাগের বরিশালে অবস্থিত একটি কারাগার।[]

বরিশাল কেন্দ্রীয় কারাগার
কারাগার রূপরেখা
গঠিত১৮২৯ (1829)
যার এখতিয়ারভুক্তবন্দি রাখা, তাদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা
সদর দপ্তর
২২°৪২′২৯″ উত্তর ৯০°২২′১৯″ পূর্ব / ২২.৭০৮০৮১° উত্তর ৯০.৩৭১৮৯১° পূর্ব / 22.708081; 90.371891
নীতিবাক্যরাখিব নিরাপদ, দেখাব আলোর পথ
কারাগার নির্বাহী
  • কারা উপ-মহাপরিদর্শক
মূল বিভাগস্বরাষ্ট্র মন্ত্রণালয়
ওয়েবসাইটprison.barisal.gov.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

বরিশাল জেলা কারাগার হিসেবে ১৮২৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৭ সালের ৩ মার্চ বাংলাদেশ সরকার এটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে উন্নীত করেন।[]

অবকাঠামো ও ধারণক্ষমতা

সম্পাদনা

বরিশাল কেন্দ্রীয় কারাগার ২১.২০০৭ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে ৯.৬ একর কারার অভ্যন্তরে এবং ১১.৬০০৭ একর কারার বাইরে অবস্থিত।[] কারাগারটির বন্দি ধারণক্ষমতা ৬৩৩ জন। এখানে রয়েছে ৫টি বন্দি ভবন, ৫৮ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল, একটি লাইব্রেরি এবং ১২টি সেল। এছাড়াও পুরুষ ও নারী কারারক্ষীদের জন্য রয়েছে পৃথক ব্যারাক।[][]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পাল্টে গেছে বরিশাল কেন্দ্রীয় কারাগারের দৃশ্যপট"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  2. "বরিশালে অযত্নে পড়ে আছে কেন্দ্রীয় কারাগারের সম্পত্তি"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  3. "বরিশাল কেন্দ্রীয় কারাগার : অযতেœ পড়ে আছে ২ একর সম্পত্তি"। দৈনিক ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  4. "বরিশাল কেন্দ্রীয় কারাগারে চলছে নানা অনিয়ম"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২