রবার্ট লুইস ব্যাকল্যাণ্ড (জন্ম: আগস্ট ১৪, ১৯৪৯)[৩][৪] হলেন একজন মার্কিন পেশাদার কুস্তিগির। তিনি গত ৩০ বছর যাবত পেশাদার কুস্তিগিরদের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন/ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ/ডাব্লিউডাব্লিউএফ) এ তার কর্মের জন্য অধিক পরিচিত, পরবর্তীতে সেটি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট নামে নামকরণ করা হয় যেটি বর্তমানে সহজভাবে ডাব্লিউডাব্লিউই বলা হয়। তিনি ডাব্লিউডাব্লিউইতে দুই বারের ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ/ডাব্লিউডাব্লিউএফ হেভিওয়েট চ্যাম্পিয়ন/ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। ব্যাকল্যাণ্ডের প্রথম রাজত্ব ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে উক্ত চ্যাম্পিয়নশিপটির জন্য দ্বিতীয় সর্বোচ্চ দিনের রাজত্ব (ব্রুনো স্যামমার্টিনো সবচেয়ে বেশি ২৮০৩ দিন উক্ত চ্যাম্পিয়নটিতে রাজত্ব করেছেন)। তিনি ২০১৩ সালে ডাব্লিউডাব্লিউই হোল অফ ফেমে অন্তর্ভুক্ত হন।[৫]

বব ব্যাকল্যান্ড
বব ব্যাকল্যান্ড
এপ্রিল ২০১৪ বব ব্যাকল্যান্ড
জন্ম নামরবার্ট লুইস ব্যাকল্যান্ড
জন্ম (1949-08-14) ১৪ আগস্ট ১৯৪৯ (বয়স ৭৪)
প্রিন্সটন, মিনেসোটা, মার্কিন যুক্তরাষ্ট্র
বাসস্থানগ্লাস্টনবারি, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র
দাম্পত্য সঙ্গীকর্কি ব্যাকল্যান্ড (বি. ১৯৬৭)
সন্তান
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামবব ব্যাকল্যান্ড
মি. ব্যাকল্যান্ড
কথিত উচ্চতা৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)[১][২]
কথিত ওজন২৪১ পা (১০৯ কেজি)[১][২]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
প্রিন্সটন, মিনেসোটা[১]
প্রশিক্ষকএডি শার্কি
অভিষেক১৯৭৩

ব্যাকল্যাণ্ড অপেশাদারি কুস্তিতেও নিজেকে একজন প্রতিষ্ঠিত কুস্তিগির হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি ১৯৬০ দশকের শেষার্ধ হতে ১৯৭০ দশকের শুরু পর্যন্ত নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি বিসনের হয়ে কুস্তি করেছেন। তিনি তার ক্ষমতা পেশাদারি কুস্তি বাণিজ্যেও চলমান রাখেন। ২০০০ সালে, ব্যাকল্যাণ্ড কংগ্রেসের কানেটিকাটের আসনের জন্য রিপাবলিকান টিকেটের জন্য নির্বাচন করেন যেটিতে অসফল হন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Brian Shields (২০০৬)। Main event – WWE in the raging 80s (4th সংস্করণ)। Pocket Books। পৃষ্ঠা 106–108। আইএসবিএন 978-1-4165-3257-6 
  2. "Bob Backlund Stats"। ৩১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৭ 
  3. Born in 1949 per Intelius check of "Robert L. Backlund" giving age of 60 as of September 23, 2009
  4. "Wwf Characters – Hall Of Champions"। ৮ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৭ 
  5. "Bob Backlund announced as WWE Hall of Fame 2013 inductee" 
  6. Gubala, Jeff (আগস্ট ৪, ২০০০)। "Bob Backlund announces run for Congress"New Britain Herald। সংগ্রহের তারিখ মার্চ ২৫, ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা