বব উইলিস ট্রফি হল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড পরিচালিত প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা, যা ১৮ টি কাউন্টি ক্লাবগুলির মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে।

বব উইলিস ট্রফি
দেশ ইংল্যান্ড
 ওয়েলস
ব্যবস্থাপকইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড
খেলার ধরনপ্রথম-শ্রেণীর ক্রিকেট
প্রথম টুর্নামেন্ট২০২০
শেষ টুর্নামেন্ট২০২১
প্রতিযোগিতার ধরনফাইনাল
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নওয়ারউইকশায়ার (১ম শিরোপা)
সর্বাধিক সফলওয়ারউইকশায়ার
এসেক্স
(প্রত্যেকে ১টি শিরোপা)

এটি ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর জন্য কাউন্টি চ্যাম্পিয়নশিপ বাতিল হলে শুরু হয়। ট্রফিটি প্রাক্তন ইংরেজ অধিনায়ক ও ফাস্ট বোলার বব উইলিসের নামে নামাঙ্কিত, যিনি ২০১৯ সালের ডিসেম্বরে পরলোক গমন করেন।[১][২]

২০২০ সালে সম্পূর্ণ প্রতিযোগিতা লিগ পর্ব ও ফাইনাল ম্যাচ নিয়ে গঠিত ছিল।[৩]

২০২১ সালে এটি একটি ফাইনাল ম্যাচবিশিষ্ট ছিল যাতে ২০২১ কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ১-এর প্রথম দুই দল অংশ নেয়।[৪]

ফলাফল সম্পাদনা

বছর ফরম্যাট ফাইনাল
মাঠ বিজয়ী ফলাফল রানার্স-আপ
২০২০ লিগ ও ফাইনাল লর্ড’স এসেক্স
৩৩৭/৮ ও ১৭৯/৬
এসেক্স প্রথম ইনিংসের রানে জয়ী (ম্যাচ ড্র)
স্কোরকার্ড
সমারসেট
৩০১ ও ২৭২/৭ডি.
২০২১ একক ম্যাচ ওয়ারউইকশায়ার
৫১৮
ওয়ারউইকশায়ার এক ইনিংস সহ ১৯৯ রানে জয়ী
স্কোরকার্ড
ল্যাঙ্কাশায়ার
৭৮ ও ২৪১

তথ্যসূত্র সম্পাদনা

  1. "All First-Class Counties committed to playing same red-ball and white-ball competitions"England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২০ 
  2. "Bob Willis Trophy: Shortened red-ball competition named after ex-England captain"BBC Sport। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২০ 
  3. "Everything you need to know about the Bob Willis Trophy"England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০ 
  4. "County Championship: Competition returns in 2021 alongside Bob Willis Trophy"BBC Sport। ১৬ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০