বনমালী রে

শ্রেয়া ঘোষালের অ্যালবাম

বনমালী রে হলো বলিউড প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষালের একটি বাংলা ভক্তিমূলক স্টুডিও অ্যালবাম। এটি ২০০২ সালের জানুয়ারিতে মুক্তি পায়। এতে কৃষ্ণের প্রশংসার ভজনসহ মোট ৮টি ট্র্যাক রয়েছে।[১] পরবর্তীতে ২০০৭ সালে, একই গান আবার কৃষ্ণ বিনা আছে কে নামক অ্যালবামে ভিন্ন শিরোনামে প্রকাশ করা হয়।

শিরোনামহীন
দৈর্ঘ্য৩৪:৫৫

ট্র্যাকের তালিকা

সম্পাদনা
নং.শিরোনামদৈর্ঘ্য
১."সাজে শ্রীময়ি রাধে"৫:৪৭
২."আমি যাব না যমুনা ঘাটে"৪:০২
৩."সংসারে কেউ তো কারও নয়"৪:৩৩
৪."কইরে আমার কৃষ্ণ গোপাল?"৩:২৬
৫."বনমালী রে"৩:৫৫
৬."কৃষ্ণ বিনা আছে কে?"৩:৫০
৭."তুমি শ্যাম সুন্দর"৪:৪৮
৮."হরে কৃষ্ণ নাম"৪:৩৪
মোট দৈর্ঘ্য:৩৪:৫৫

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Banomali Re: Shreya Ghoshal"। iTunes। ২০১৩-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা