বদরুদ্দোজা খান

ভারতীয় রাজনীতিবিদ

বদরুদ্দোজা খান ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর একজন সদস্য এবং মুর্শিদাবাদ (লোকসভা কেন্দ্র) থেকে ২০১৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন।[১]

বদরুদ্দোজা খান
সংসদ সদস্য, লোকসভা
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র
কাজের মেয়াদ
২০১৪ – ২০১৯
পূর্বসূরীআব্দুল মান্নান হোসেন
উত্তরসূরীআবু তাহের খান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-04-08) ৮ এপ্রিল ১৯৫৪ (বয়স ৭০)
মুর্শিদাবাদ জেলার নতুন খরিবোনা গ্রাম
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীSahanaj Begam
সন্তান1 son & 1 Daughter
প্রাক্তন শিক্ষার্থীCalcutta University -(B.Sc., B.Ed.)

বদরুদ্দোজা খান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে বিজ্ঞানে স্নাতক এবং ১৯৭৯ সালে বি.এড সম্পন্ন করেন।[২] তিনি মুর্শিদাবাদ জেলার গুধিয়া হাইস্কুলে চাকরি করেন।[৩]

ছোট বেলা থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ২০১২ সাল থেকে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের (এবিটিএ) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ছিলেন। তিনি ২০০৭-২০১২ সময়কালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সদস্য ছিলেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Constituencywise-All Candidates"। Eciresults.nic.in। ২০১৪-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৭ 
  2. MyNeta link
  3. "16th Lok Sabha elections: Profile of Left Front candidates"Badaruddoza Khan। West Bengal State Committee of CPI(M)। ৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৪