বড় ধলাকপাল রাজহাঁস
বড় ধলাকপাল রাজহাঁস (বৈজ্ঞানিক নাম: Anser albifrons) বা সাদাকপাল রাজহাঁস Anatidae (অ্যানাটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Anser (আন্সের) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির বড় আকারের রাজহাঁস।[২][৩] পাখিটি ইউরোপ ও উত্তর আমেরিকার আবাসিক পাখি হলেও শীতকালে বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পরিযান করে। ১৯৯৩ সালে ঢাকা বিভাগের আরিচায় একবারমাত্র এই পাখিটি রেকর্ড করা হয়েছে।[৩] বড় ধলাকপাল রাজহাঁস বৈজ্ঞানিক নামের অর্থ সাদাকপাল রাজহাঁস (লাতিন: anser = রাজহাঁস , albus = সাদা, frons = কপাল)।[৩] সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ১৫ লক্ষ ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৪] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]
বড় ধলাকপাল রাজহাঁস Anser albifrons | |
---|---|
![]() | |
Anser albifrons albifrons, যুক্তরাজ্য | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
মহাবর্গ: | Galloanserae |
বর্গ: | Anseriformes |
পরিবার: | Anatidae |
উপপরিবার: | Anserinae |
গোত্র: | Anserini |
গণ: | Anser |
প্রজাতি: | A. albifrons |
দ্বিপদী নাম | |
Anser albifrons (Scopoli, 1769) | |
উপপ্রজাতি | |
প্রতিশব্দ | |
Branta albifrons Scopoli, 1769 |
বড় ধলাকপাল রাজহাঁস আকারে ছোট ছোট ধলাকপাল রাজহাঁসের (A. erythropus) সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই প্রজাতিটির ঠোঁটের উপরিভাগে একটি বিশেষ সাদা ছোপ থাকার কারণে এর এমন নাম হয়েছে। এছাড়া এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল দেহতলে (বিশেষত পেটে) সাদার উপর অনিয়মিত কালো কালো দাগ। এ কারণে উত্তর আমেরিকায় এ প্রজাতিটিকে অনেকসময় আঁশটেপেট (Specklebelly) নামে ডাকা হয়।[৫]
চিত্রশালাসম্পাদনা
European white-fronted goose (A. a. albifrons) at Slimbridge Wildfowl and Wetlands Centre
Illustration from Hume and Marshall's Gamebirds of India, Burmah, and Ceylon
Anser albifrons
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Anser albifrons"। The IUCN Red List of Threatened Species। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৩।
- ↑ রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ১১৭। আইএসবিএন 9840746901।
- ↑ ক খ গ ঘ জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৪–১৫।
- ↑ "Greater White-fronted Goose Anser albifrons"। BirdLife International। ২০১৪-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৮।
- ↑ "Ducks Unlimited, July/August 2011"। Ducks.org। সংগ্রহের তারিখ ২০১৩-০২-২৭।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে বড় ধলাকপাল রাজহাঁস সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
উইকিপ্রজাতিতে-এ বিষয় সম্পর্কিত তথ্য রয়েছে: বড় ধলাকপাল রাজহাঁস |
- Animal Diversity Web, আরও আলোকচিত্র।